Horoscope

1 week ago

Horoscope Today: মেষ-মিথুনের দেদার উন্নতি, বাকিদের ভাগ্যে কী রয়েছে? জানুন আজকের রাশিফল!

Horoscope Today
Horoscope Today

 

১) মেষ রাশিঃ আজ কর্মক্ষেত্রে পরিবেশ ও পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝে কাজ করুন। অত্যধিক জেদের কারণে পরিস্থিতির জটিলতা বাড়বে। আর্থিক উন্নতির হলেও ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ মানসিক উদ্বেগ বাড়তে পারে। শত্রুরা ক্ষতির চেষ্টা করতে পারে। রক্তচাপ, সর্দি, শ্লেষ্মা, ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। কাছে-পিঠে বেড়াতে যেতে পারেন।

২) বৃষ রাশিঃ দৈনন্দিন কাজের চাপ বাড়বে। দীর্ঘদিনের কোনও পরিকল্পনা আজ সফল হতে চলেছে। যাঁরা বিয়ে করতে ইচ্ছুক, তাঁদের বিয়ের কথা পাকা হতে পারে। অফিসে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তরল দ্রব্যের ব্যবসা উন্নতির যোগ আছে। অপ্রত্যাশিত মাধ্যম থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে।

৩) মিথুন রাশিঃ আজ শারীরিক সমস্যা বাড়তে পারে। উচ্চশিক্ষায় নিজের বুদ্ধিবলে আশানুরূপ ফল লাভের সম্ভাবনা রয়েছে। যানবাহনে যান্ত্রিক ত্রুটি আসতে পারে। নিকট আত্মীয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। পুরোনো সম্পত্তির কারণে শত্রুতা বাড়তে পারে। বৈদেশিক ব্যবসায় নতুন বিনিয়োগে সাফল্য আসবে।

৪) কর্কট রাশিঃ আজ আত্মীয়ের কারণে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। তবে এর পরিবর্তে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে। দুর্ঘটনায় আঘাত পেতে পারেন। সংসারে অন্যদের সঙ্গে মতবিরোধ হতে পারে। কর্মক্ষেত্রে বিরোধীরা নমনীয় হবে। হজমের গোলমালে পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। কর্মসূত্রে আজ আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

৫) সিংহ রাশিঃ আজ দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাবেন। কিন্তু মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে। নিকট আত্মীয়ের সঙ্গে বিরোধ হওয়ার সম্ভাবনা প্রবল। কোনও প্রভাবশালী বন্ধুর সাহায্য পেতে পারেন। আজ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জটিলতা বাড়বে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। কারিগরি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আর্থিক সাফল্য পাবেন।

৬) কন্যা রাশিঃ কন্যা রাশির জাতকরা মিশ্র ফল পাবেন। গন্ধ দ্রব্য,ফুল ও শৌখিন দ্রব্যের ব্যবসায় লাভবান হতে পারেন। শিক্ষাক্ষেত্রে আজ বাধা থাকবে। খেলা এবং ধর্মীয় কাজে সুনাম বাড়বে। স্ত্রী রোগের সঠিক চিকিৎসায় আপনার রোগ নির্মূল হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের পুরোনো ঋণ আজ শোধ হতে পারে।

৭) তুলা রাশিঃ তুলা রাশির জাতকরা আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে গুরুজনদের পাশে পাবেন না। তবে পারিবারিক সমস্যা অনেকটাই মেটাতে পারবেন। নতুন সম্পত্তি কেনায় বাধার মুখে পড়বেন। রাজনীতিতে দলীয় সাহায্য এবং জনসমর্থন পাবেন। শেয়ার ব্যবসায় অর্থ লাভ হতে পারে। আজ সন্তানের কৃতিত্বে গৌরববোধ করবেন।

৮) বৃশ্চিক রাশিঃ আজ গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না বৃশ্চিক রাশির জাতকরা। মানসিক চঞ্চলতা বাড়বে। গবেষণামুলক কাজে সুফল পেতে পারেন। প্রেম থেকে বিয়ের কথা পাকা হতে পারে। তর্কের মাধ্যমে কর্মক্ষেত্রে সাফল্য আসবে। আঘাত পেয়ে রক্তপাতের সমস্যা হতে পারে। নতুন ব্যবসায় সতর্ক ভাবে লগ্নি করলে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

৯) ধনু রাশিঃ স্মরণশক্তি এবং ধৈর্যের কারণে আজ ধনু রাশির জাতকদের সংসারে সুখ-শান্তি ফিরবে। রাসায়নিকের ব্যবসায় আজ মুনাফা বাড়বে। কর্মপ্রার্থীরা আজ সঠিক কাজের সন্ধান পাবেন। পড়াশোনায় কোনও প্রবীণ ব্যক্তির প্রেরণায় সাফল্য আসবে। আজ আইনি জটিলতা এড়িয়ে যাওয়াই ভালো। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়বে।

১০) মকর রাশিঃ মকর রাশির জাতকদের দাম্পত্যে অশান্তির ইঙ্গিত রয়েছে। ঝুঁকি আছে এমন ব্যবসা আজ এড়িয়ে চলুন। নতুন যোগাযোগের মাধ্যমে আজ অর্থপ্রাপ্তি হতে পারে। প্রবীণ ব্যক্তিরা কোনও ক্রনিক অসুখের চিকিৎসায় সুফল পাবেন। গৃহকর্মে আজ অবহেলা করবেন। পুরোনো ঋণ পরিশোধের সম্ভাবনা রয়েছে।

১১) কুম্ভ রাশিঃ কুম্ভ রাশির জাতক, যাঁরা রাজনীতির সঙ্গে জড়িত, তাঁদের কৃতিত্ব ও সুনাম বাড়বে। সোনার ব্যবসায় লাভের যোগ রয়েছে। বাবা-মায়ের সঙ্গে মতানৈক্য হতে পারে। কর্মক্ষেত্রে সাময়িক সমস্যা মুক্তির আশা রয়েছে। খাদ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকুন, না হলে শারীরিক সমস্যা হতে পারে। ব্যয়বৃদ্ধি হলেও লোকসান হবে না।

১২) মীন রাশিঃ উচ্চশিক্ষায় নতুন পথ পেতে পারেন। বাতের সমস্যায় কষ্ট পাবার সম্ভাবনা রয়েছে। আমদানি রপ্তানির ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। বন্ধু বা হিতৈষী ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। গুরুজন পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। ভুল চিকিৎসার কারণে সমস্যায় পড়তে পারেন। সুযোগসন্ধানী লোকের থেকে বাড়তি সতর্কতা জরুরি।

You might also like!