Game

14 hours ago

CFL Kolkata Derby: শনিবার সিএফএল কলকাতা ডার্বি: মুখোমুখি লড়াইয়ে কোনও দল এগিয়ে

CFL Kolkata Derby
CFL Kolkata Derby

 

কলকাতা, ২৬ জুলাই: ২০২৫-২৬ মরসুমের প্রথম কলকাতা ডার্বির জন্য(সিএফএল) চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট শনিবার মুখোমুখি হচ্ছে । রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে অষ্টম স্থানে আছে, মেরিনার্স পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সিএফএলে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের হেড-টু-হেড রেকর্ড:

**মোট ম্যাচ: ১৬২টি

**ইস্টবেঙ্গল জয়: ৫৬

**মোহনবাগান জয়: ৪৭

**ড্র: ৫৯

শনিবার কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সিএফএল কলকাতা ডার্বি শুরু হবে বিকেল ৫:৩০ মিনিটে।

You might also like!