Game

1 day ago

Lionel Messi: উত্তর ও মধ্য আমেরিকার লিগ, নিষেধাজ্ঞা থেকে ফিরেই নজর কাড়লেন মেসি

Lionel Messi
Lionel Messi

 

ফ্লোরিডা, ৩১ জুলাই : উত্তর ও মধ্য আমেরিকার লিগ কাপের প্রথম রাউন্ডে বৃহস্পতিবার অ্যাটলাসের ‍মুখোমুখি হয়েছিল মেসির ইন্টার মায়ামি। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরে নজর কাড়লেন মেসি। ফিরেছেন জর্ডি আলবাও। তাদের সঙ্গে এদিন মায়ামিতে অভিষেক হল কিছুদিন আগে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে আসা রদ্রিগো ডি পলের। চেজ স্টেডিয়ামে লিগ কাপের ম্যাচে অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দুর্দান্ত ফর্মে থাকা মেসি গোল করতে না পারলেও, দুটি গোলের ক্ষেত্রে আছে তার সহায়তা। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ৫৭তম মিনিটের গোলে এগিয়ে যায় মায়ামি। মেসির পাসে গোল করেন সেগোভিয়া।

৮০ মিনিটে সমতায় ফেরে অ্যাটলাস। বক্সে বল পেয়ে মায়ামির দুই ডিফেন্ডারকে পরাস্ত করে স্কোরলাইন ১-১ পরিণত করেন রিভালদো লোজানো। আর নির্ধারিত সময়ের পর এক্সট্রা টাইমের ষষ্ঠ মিনিটে মার্সেলো ওয়েইগ্যান্ড্টের গোলে জয় নিশ্চিত করে মায়ামি। জুলাই মাসেই পাঁচটি অ্যাসিস্টের পাশাপাশি ৮টি গোলও করেছেন মেসি। ফলে মেজর লিগ সকারে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতেই।

You might also like!