Game

9 hours ago

Jofra Archer ঃটেস্টে ফেরার অপেক্ষা বাড়ল আর্চারের

Archer Test cricket return
Archer Test cricket return

 

লন্ডন, ১ জুলাই :ভারতের বিপক্ষে রান তাড়ায় জেতা হেডিংলি টেস্টের একাদশ নিয়েই এজবাস্টন টেস্টে নামবে ইংল্যান্ড।

সুতরাং চার বছরের বেশি সময় পর ইংল্যান্ডের টেস্টে দলে ফিরলেও ম্যাচ খেলার জন্য আরও অপেক্ষা করতে হবে জফ্রা আর্চারকে। ভারতের বিপক্ষে হেডিংলি টেস্টএ যে দল ছিল এজবাস্টন টেস্টে সেই একাদশই থাকছে। কোনো পরিবর্তন আনছে না ইংলিশরা।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্ট শুরু হবে বুধবার। দুই দিন আগেই একাদশ জানিয়ে দিয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ:

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলিভার পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বাশির।


You might also like!