Festival and celebrations

11 hours ago

Durga Puja 2025:ক্লাসিক কলকাতার থিমে দুর্গাপুজো! রিকশায় সাজছে এই পুজো মণ্ডপ ,জেনে নিন কোথায়

Pandal Decorated with Rickshaws
Pandal Decorated with Rickshaws

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর ঘণ্টা বাজতে শুরু করেছে। সময় যেন পাল্লা দিচ্ছে ঢাকের তালে। শহরের প্রতিটি পাড়ায় পুজোর প্রস্তুতির সুর চড়া হচ্ছে দিন দিন। রবিবার সেই সুরেই গা ভাসিয়ে পুজোর সূচনা করল বিধাননগর জিডি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন—তাদের ৪১তম বর্ষের খুঁটি পুজো দিয়ে।এবং তাঁদের খুঁটি পুজোয় অতিথি হয়ে এসেছেন রাশিয়ান জেনারেল কনসালটেন্ট একতেরিনা তোওরিনা।ভারতীয় সংস্কৃতি ও দুর্গাপুজো দেখে তিনি মুগ্ধ। সাম্প্রতি এক সাক্ষাৎকারে  তিনি জানিয়েছেন এখানে এসে তাঁর আলাদা একটি অনুভূতি হয়েছে।

খুঁটি পুজোর পাশাপশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছে বিধাননগর জিডি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন। বিধাননগর জিডি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবব্রত মন্ডল জানালেন, এটা তাদের ৪১ বছরের পুজো। এবার থিম তাদের হতে চলেছে টানা রিকসা। 

থিমের নাম আজও রিকসা চলে, কলকাতার গল্প বলে। ২০২২ থেকে টানা রিকসা কমতে শুরু করেছে। এককালে টানা রিকসাই ছিল মূল যাতায়াতের মাধ্যম এখন তা কলকাতা ঘুরে দেখার চেয়ে শুধুমাত্র ফটোশ্যুটের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে, কলকাতার মানুষ  টানা রিকসায় চলে। আজও সেই রিকসা গল্প বলে পুরনো কলকাতার। বিধাননগর জিডি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের প্যান্ডেলটি সাজানো হবে টানা রিকসা দিয়েই। টানা রিকসাকে দেওয়া হবে ডানা। যে ডানা পেয়ে রিকসা মেলে ধরবে তার যাবতীয় ইতিহাস।

প্যান্ডেল জুড়ে সেই ইতিহাস দর্শককে আহবান জানাবে। প্যান্ডেল দেখে মানুষ যখন ভেতরে যাবে সেখানে দেখা যাবে অপূর্ব এক সাবেকি মূর্তি যা তৈরী করছেন শিল্পী গোপাল পাল। থিম সাজাচ্ছেন দুজন শিল্পী। অরিন্দম রায় ও অমিত মান্না। জিডি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন ছাড়াও আরও একাধিক পুজোর থিমের দায়িত্ব তাঁদের কাঁধে। চলছে জোরকদমে প্রস্তুতি। কাজেই সল্টলেকের জিডি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন পুজো না দেখলেই নয়।


You might also like!