
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডে মল্লিকা শেরওয়াত মানেই সাহসী চরিত্র ও স্পষ্ট উপস্থিতি। তবে এবার একেবারেই ভিন্ন কারণে আলোচনার কেন্দ্রে অভিনেত্রী। ঐতিহ্যবাহী হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে উপস্থিত হয়ে চমক দিলেন তিনি। এই বিশেষ নৈশভোজে অংশ নেওয়ার অভিজ্ঞতা নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মল্লিকা। হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনার বহু বছর ধরে চলে আসা এক বিশেষ ঐতিহ্য। প্রতি বছর ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর পরিবার এই অনুষ্ঠান আয়োজন করেন। অত্যন্ত সীমিত সংখ্যক, প্রভাবশালী ও বিশেষ অতিথিকেই এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। এমন এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে মল্লিকার উপস্থিতি স্বাভাবিকভাবেই কৌতূহল সৃষ্টি করেছে।

অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, হোয়াইট হাউসের প্রবেশদ্বারে দাঁড়িয়ে রয়েছেন তিনি। অন্য একটি ছবিতে সন্ধ্যার সাজে ফার জ্যাকেট ও গোলাপি পোশাকে ধরা দিয়েছেন মল্লিকা। শুধু ছবি নয়, অতিথিদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের একটি ভিডিও-ও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে ডাক পাওয়াটা সম্পূর্ণ ভাবেই বিমূর্ত ব্যাপার- কৃতজ্ঞ রইলাম।’
পোস্ট প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা। অনেকেই মল্লিকার উপস্থিতি ও লুকের প্রশংসা করেছেন। কেউ কেউ শুভেচ্ছা জানিয়েছেন এই বিশেষ অভিজ্ঞতার জন্য। তবে প্রশংসার পাশাপাশি কটাক্ষও ধরা পড়েছে। কেউ প্রশ্ন তুলেছেন, কীভাবে তিনি এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন, আবার কেউ একে ‘লোকদেখানো’ বলেও মন্তব্য করেছেন। উল্লেখ্য, ‘মার্ডার’ ছবির মাধ্যমে রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন মল্লিকা শেরওয়াত। যদিও সাম্প্রতিক সময়ে তাঁর ছবিগুলি তেমন সাফল্য পায়নি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘ভিকি বিদ্যা কা উও বালা ভিডিও’ ছবিতে, যেখানে তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করেন। তবুও হোয়াইট হাউসের এই উপস্থিতি নতুন করে তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনল।
