
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই হলিউডে এক মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। প্রখ্যাত অভিনেতা টমি লি জোন্সের মেয়ে ভিক্টোরিয়া জোন্সকে সান ফ্রান্সিসকোর একটি হোটেলের পনেরো তলায় নিথর অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভোররাতে হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এখনও স্পষ্ট নয়, কী কারণে তাঁর মৃত্যু হল।
‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ভিক্টোরিয়াকে অচেতন অবস্থায় দেখতে পান এক ব্যক্তি। প্রাথমিক ভাবে তিনি ভেবেছিলেন অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এই পরিস্থিতিতে দ্রুত হোটেলকর্মীদের খবর দেওয়া হয়। সিপিআর শুরু করার সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সও ডাকা হয়। কিন্তু দ্রুত পরিষ্কার হয়ে যায়, ভিক্টোরিয়া আর বেঁচে নেই।
পুলিশ ও তদন্তকারী সংস্থার তথ্যে জানা যায়, ভিক্টোরিয়ার দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। মাদক সেবনেরও কোনো চিহ্ন পাওয়া যায়নি। আত্মহত্যার ঘটনা নয় বলেও নিশ্চিত করা হয়েছে। এই কারণে কীভাবে মৃত্যু হল তা নিয়ে রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া, হোটেলে কি তিনি অতিথি ছিলেন, নাকি অন্য কোনো কারণে সেখানে এলেন—এও তদন্তের বিষয়।
ভিক্টোরিয়া জোন্স অল্প বয়সে বাবার সঙ্গে অভিনয় করেছেন। তাঁর অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি হলো ‘মেন ইন ব্ল্যাক ২’, ‘দ্য থ্রি বারিয়ালস অফ মেলকুইয়াডেস এস্ট্রাডা’ এবং ‘ওয়ান ট্রি হিল’। তারকা পরিবারের একজন সদস্যের হঠাৎ মৃত্যু ভক্তদের মধ্যে গভীর শোক উদ্বেগের সৃষ্টি করেছে। আকস্মিক এই ঘটনায় হলিউডে শোকের ছায়া নেমে এসেছে, এবং পুলিশ ও তদন্ত সংস্থা রহস্য উদঘাটনের জন্য কাজ শুরু করেছে।
