Entertainment

2 weeks ago

Prabhas The Raja Saab: প্রভাস ভক্তদের কাণ্ডজ্ঞানহীন আচরণ, ‘রাজা সাহেব’-এর শো চলাকালীন অগ্নিকাণ্ডে হতবাক সিনেমাপ্রেমীরা

Prabhas The Raja Saab
Prabhas The Raja Saab

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভূ-ভারতে সুপারস্টারদের প্রতি ভক্তদের ভালোবাসা প্রায়ই সীমাহীন। সিনেমার মুক্তির দিন পোস্টারে দুধস্নান, ঢোল-তাশা, মিছিল ও উদ্দাম নাচ-গান এখন আর অদ্ভুত নয়। তবে তাই বলে প্রেক্ষাগৃহে ডামি কুমির নিয়ে ঢুকে বা আগুন লাগিয়ে দেওয়া? সম্প্রতি এই ধরনের এক কাণ্ডে চমকে উঠেছে সিনেমাপ্রেমী সমাজ। 

ওড়িশার রায়গড়ার অশোক টকিজে প্রভাসের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘রাজা সাহেব’-এর শো চলাকালীন ঘটে যায় ভয়ানক অগ্নিকাণ্ড। প্রথম সারির দর্শকরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। জানা গেছে, পর্দায় ‘রাজা সাহেব’-এর এন্ট্রি সিকোয়েন্স চলাকালীন একদল ভক্ত আচমকাই স্ক্রিনের সামনে আরতি শুরু করেন, কেউ কেউ বাজি পোড়াতে শুরু করেন। সেই সময়ই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো হলে হুড়োহুড়ি শুরু হয়। এরপরই কর্মীরা দ্রুত পদক্ষেপ নেন এবং তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি তবে এহেন ঘটনার জেরে সাময়িকভাবে ছবির প্রদর্শনী বন্ধ রাখা হয়।

ঘটনার ভিডিও নেটদুনিয়ায় প্রকাশ হতেই শুরু হয় তীব্র নিন্দার ঝড়। অনেকেই প্রভাস ভক্তদের কটাক্ষ করে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেছেন। শুধু রায়গড় নয়, হায়দরাবাদেও সম্প্রতি অনুরাগীরা নকল কুমির হাতে ঢুকে শোরগোল তুলেছিলেন। এই দুই ঘটনার পর স্পষ্ট হয়ে গেছে, প্রিয় তারকার প্রতি ভালোবাসা কখনো কখনো সীমা ছাড়িয়ে যেতে পারে। এহেন কুমিরকাণ্ডের পর এবার প্রেক্ষাগৃহে আগুন! যা দেখে নেটদুনিয়ার একাংশ প্রতিবাদে সরব। 



You might also like!