Entertainment

1 month ago

OTT: ওটিটি কনটেন্টে বয়সভিত্তিক শ্রেণিবিন্যাস বাধ্যতামূলক, নজরদারিতে ত্রিস্তরীয় ব্যবস্থা

OTT content regulation in India remains outside CBFC jurisdiction, ministry clarifies
OTT content regulation in India remains outside CBFC jurisdiction, ministry clarifies

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে দেশে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। বিনোদনের এই মাধ্যম দর্শকদের কাছে যেমন আকর্ষণীয় হয়ে উঠেছে, তেমনই কনটেন্টের বৈচিত্র্য নিয়েও শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে কিছু কনটেন্ট শিশু ও কিশোরদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওটিটি প্ল্যাটফর্মে আইনবিরুদ্ধ ও আপত্তিকর কনটেন্ট সম্প্রচারের উপর কড়া নজরদারি শুরু করে এবং নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করে।

এই প্রসঙ্গে গত ১৭ই ডিসেম্বর লোকসভায় কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে জানায়, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-র আওতায় ওটিটি প্ল্যাটফর্মগুলিকে আনা হবে না। পরিবর্তে, ওটিটি প্ল্যাটফর্মগুলিকে ২০২১ সালের তথ্যপ্রযুক্তি (আইটি) নিয়ম মেনেই কনটেন্ট সম্প্রচার করতে হবে। ওই নিয়ম অনুযায়ী, বয়সভিত্তিক শ্রেণিবিন্যাস বা এজ রেটিং বাধ্যতামূলক করা হয়েছে এবং দর্শকের বয়সের উপযোগী কনটেন্ট প্রদর্শনের দায়িত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলির উপর বর্তাবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, আইটি নিয়মের কোনও ব্যত্যয় বরদাস্ত করা হবে না। নিয়ম মেনেই কনটেন্ট সম্প্রচারের অনুমতি দেওয়া হবে। পাশাপাশি, ওটিটি কনটেন্টের উপর নজরদারি ও অভিযোগ নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগে একটি ত্রিস্তরীয় পর্যবেক্ষণ ব্যবস্থা ইতিমধ্যেই গঠন করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রতিটি ওটিটি প্ল্যাটফর্মকে তাদের সমস্ত কনটেন্ট সম্প্রচারের আগে নিজস্বভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে আইনবিরুদ্ধ বা সমাজের পক্ষে ক্ষতিকর কোনও বিষয় সম্প্রচারিত না হয়। এই পদক্ষেপের মাধ্যমে ডিজিটাল বিনোদনের স্বাধীনতা বজায় রেখেই দায়িত্বশীল কনটেন্ট নিশ্চিত করতে চায় কেন্দ্র।

You might also like!