নয়াদিল্লি, ১০ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে রবিবার রাজধানী দিল্লিতে আয়োজিত হল তিরঙ্গা দৌড়ের। ৭৯-তম স্বাধীনতা দিবসের আগে রবিবার 'হর ঘর তিরঙ্গা' অভিযানের আওতায় দিল্লির ত্যাগরাজ স্টেডিয়াম থেকে 'তিরঙ্গা রান'-এর সূচনা করেন দিল্লির মন্ত্রী আশিস সুদ। উৎসাহের সঙ্গে এই দৌড়ে শামিল হন বহু মানুষ।
আশিস সুদ বলেছেন, "দেশের ৭৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৭,৯০০ শিশু ত্যাগরাজ স্টেডিয়াম থেকে তিরঙ্গা হাতে নিয়ে দৌড়াচ্ছে। তারা যুদ্ধ স্মৃতিসৌধে যাবে এবং দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবে।"