Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Country

1 week ago

Himachal Rain Forecast ১৮ জুলাইয়ের পর বৃষ্টি কমবে হিমাচলে, আপাতত রেহাই নেই

July 18  No relief from rain Himachal
July 18 No relief from rain Himachal

 

শিমলা, ১৩ জুলাই : আগামী ১৮ জুলাইয়ের পর থেকে বর্ষার বৃষ্টি কিছুটা হ্রাস পাবে হিমাচল প্রদেশে। তবে, আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হিমাচল প্রদেশের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে, সমতল, নিচু পাহাড় এবং সংলগ্ন মধ্য পাহাড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। এরপর ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৮ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে, আবহাওয়া দফতর বিভিন্ন জেলায় হলুদ আবহাওয়ার সতর্কতা জারি করেছে। এখনও পর্যন্ত হিমাচলে ৩১টি আকস্মিক বন্যা, ২২টি মেঘভাঙা বৃষ্টি এবং ১৮টি ভূমিধসের ফলে মোট ৭৫১.৯৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও, মান্ডিতে ২০৩টি, কুল্লুতে ২৫টি, কাংড়ায় ১৩টি, সিরমৌরে চারটি, উনায় তিনটি এবং হামিরপুর জেলার দু'টি-সহ ২৫২টি রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ রয়েছে।


You might also like!