
চেন্নাই, ১০ জুন : তামিলনাড়ুর কুড্ডালোর শহরের একাধিক অংশে সোমবার সন্ধ্যা থেকে হঠাৎ বৃষ্টিতে জনজীবন কিছুটা ব্যাহত হয়। সন্ধ্যার দিকে আকাশ মেঘে ঢেকে যায় এবং তারপরেই শুরু হয় প্রবল বৃষ্টিপাত। বৃষ্টি শুরু হতেই শহরের কিছু নিচু এলাকায় জল জমতে শুরু করে। অফিসফেরত মানুষ ও পথচারীরা প্রবল বৃষ্টিতে সমস্যায় পড়েন। তবে বৃষ্টির ফলে গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন এইসব অঞ্চলের বাসিন্দারা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের আরও কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
