Country

1 month ago

PM speech:ভারতের কৃষক, মৎস্যজীবী, পশুপালকদের স্বার্থবিরোধী নীতির সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছেন, জানালেন প্রধানমন্ত্রী

Prime Minister
Prime Minister

 

নয়াদিল্লি, ১৫ আগস্ট : ৭৯-তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে ভারত কোনওমতে আপস করবে না। বলেন, আমাদের কৃষক, মৎস্যজীবী, গবাদি পশুপালকদের স্বার্থবিরোধী যে কোনও নীতির সামনে মোদী প্রাচীরের মতো দাঁড়িয়ে আছেন।

রাজনৈতিক বিশোষজ্ঞদের মত, শুল্কযুদ্ধের আবহে নাম না করে ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন তিনি। উল্লেখ্য, বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারতের খাদ্যপণ্য, দুগ্ধজাত এবং মাছের বাজার আমেরিকার জন্য পুরোপুরি খুলে দেওয়া হোক, দীর্ঘদিন ধরেই এই দাবি করে আসছে মার্কিন প্রশাসন। কিন্তু প্রথম থেকেই এই প্রস্তাবের বিরোধিতা করছে ভারত। লালকেল্লা থেকে আবারও সেকথা মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

You might also like!