Country

7 hours ago

PM Fit India campaign:প্রধানমন্ত্রীর 'ফিট ইন্ডিয়া' মুভমেন্ট বৃহৎ আন্দোলনে পরিণত হয়েছে : মনসুখ মান্ডভিয়া

Mansukh Mandaviya statement,
Mansukh Mandaviya statement,

 

নয়াদিল্লি, ১০ আগস্ট : প্রতি রবিবারের মতো, এই রবিবারও কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া 'সানডেস অন সাইকেল ফিট ইন্ডিয়া' অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে 'ফিট ইন্ডিয়া - সানডেস অন সাইকেল' অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, অনুষ্ঠানে পঞ্চায়েত সদস্যরা অংশগ্রহণ করেন।

'সানডেস অন সাইকেল ফিট ইন্ডিয়া' অনুষ্ঠানে যোগদান সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেন, "প্রধানমন্ত্রী মোদীর ফিট ইন্ডিয়া আন্দোলন এখন 'সানডেস অন সাইকেল' আকারে সমগ্র দেশে একটি বড় অভিযানে পরিণত হয়েছে। আজ ৫০,০০০-এরও বেশি গ্রামে, পঞ্চায়েত প্রতিনিধিরা ফিট ইন্ডিয়ার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সাইকেল চালিয়েছেন।" মনসুখ মান্ডভিয়া আরও বলেছেন, "প্রধানমন্ত্রী মোদীর 'ফিট ইন্ডিয়া' আন্দোলন বৃহৎ আন্দোলনে পরিণত হয়েছে। আজ, সারা দেশের ৫০,০০০-এরও বেশি গ্রামের পঞ্চায়েত প্রতিনিধিরা 'সানডেস অন সাইকেল' অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফিট ইন্ডিয়ার বার্তা ছড়িয়ে দিয়েছেন, নিজেদের গ্রামগুলিকে প্রধানমন্ত্রী মোদীর আন্দোলনের সঙ্গে সংযুক্ত করেছেন।"

You might also like!