Country

2 hours ago

Weather Today: পশ্চিম ও দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস, দিল্লিতেও অনুকূল পরিস্থিতি

India Weather Today
India Weather Today

 

নয়াদিল্লি, ১৮ আগস্ট : গোয়া, মহারাষ্ট্র ও গুজরাটে আগামী ৬-৭ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ১৯ আগস্ট পর্যন্ত কোঙ্কন, গোয়া ও মধ্য মহারাষ্ট্রে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার জন্য মুম্বইয়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আইএমডি জানিয়েছে, আগামী দুই দিন উপকূলীয় কর্ণাটকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী এক থেকে দুই দিন কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরল, মাহে, উপকূলীয় অন্ধ্র প্রদেশ এবং ইয়ানামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২-৩ দিন দিল্লি এনসিআর-এও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


You might also like!