নয়াদিল্লি, ১৭ এপ্রিল : দিল্লির শাহীনবাগ এলাকায় ভয়াবহ আগুন লাগল একটি আবাসনে। বৃহস্পতিবার ভোররাতে ওই আবাসনে আগুন লাগে। আগুনে বাড়িটি পুড়ে গিয়েছে, এছাড়াও আগুনের লেলিহান শিখায় দাঁড়িয়ে থাকা ৩-৪টি গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
পুলিশ ও দমকল জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে শাহীনবাগ এলাকায় একটি আবাসনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের ৮টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। ঘরের ভিতরে থাকা সব কিছু পুড়ে গিয়েছে। ভস্মীভূত হয়েছে ৩-৪টি গাড়িও। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।