
নয়াদিল্লি, ৬ মে : জম্মু ও কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার পর উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকের অংশ হিসেবে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মঙ্গলবার নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে পহেলগাম হামলা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, সোমবারই প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিংও শ্রী মোদীর সঙ্গে একটি বৈঠক করেন। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গেও প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে, আগামীকালের মহড়ার প্রাক্কালে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন।
