রায়পুর, ২২ আগস্ট : ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাও শুক্রবার দুর্গ জেলার সফরে রয়েছেন। জানা গেছে , তিনি প্রথমে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করবেন। এরপর অংশ নেবেন ‘স্বদেশী সুরক্ষা ও স্বনির্ভরতা’ কর্মসূচিতে। পরে তিনি রায়পুরের ইনডোর স্টেডিয়াম-এ পৌঁছে ক্রেডাই দ্বারা আয়োজিত আবাসন মেলার উদ্বোধন করবেন।