
চামোলি, ৪ মে : চারধাম যাত্রা ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়ে গিয়েছে, পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে গঙ্গোত্রী, যমুনোত্রী ও কেদারনাথ মন্দির। এবার বদ্রীনাথ মন্দির খুলে দেওয়া হল পুণ্যার্থীদের জন্য। রবিবার সকাল ৬টা নাগাদ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় বদ্রীনাথ মন্দিরের দরজা। সাজিয়েও তোলা হয়েছে অপরূপ সৌন্দর্য্যে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির উপস্থিতিতে এদিন সকালে উন্মুক্ত হয়ে যায় বদ্রীনাথ মন্দিরের দরজা।
গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা, অক্ষয় তৃতীয়ার পবিত্র ওই দিনে খুলে দেওয়া হয় গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির। আর ২ মে, শুক্রবার খুলে দেওয়া হয়েছে কেদারনাথ মন্দির। অবশেষে রবিবার খুলল বদ্রীনাথ মন্দির। পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে নানা ধরনের ব্যবস্থা করা হয়েছে।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, "আজ খুবই শুভ দিন, আজ ভগবান বদ্রী বিশালের দরজা খুলে যাচ্ছে। আমি উত্তরাখণ্ডের পবিত্র ভূমিতে আগমনের জন্য সকল তীর্থযাত্রীদের স্বাগত জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সকল তীর্থযাত্রীর যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। সকল ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভগবান বদ্রী বিশালের মাস্টার প্ল্যানের কাজ চলছে।" ধামি আরও বলেছেন, "গতকাল, আমরা যোশীমঠের নির্মাণ ও পুনর্গঠন, নিরাপত্তা কাজের জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করেছি; আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য তহবিল দেওয়া হোক। ১৭০০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে, যার মধ্যে গতকাল ২৯২ কোটি টাকার প্রথম কিস্তি মুক্তি পেয়েছে। আমি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
