Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Life Style News

1 week ago

Bridal Beauty: বিয়ের মরশুমে কনের ত্বক ও চুলের যত্ন—বাড়িতেই মাত্র পাঁচ হাজার টাকায় সম্ভব!

Bridal Beauty
Bridal Beauty

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চলছে  ভরা বিয়ের মরশুম। আর এই সময়ে সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ থাকে বিয়ের কনেরই। সাজগোজের পাশাপাশি ত্বক ও চুলের যত্নে বাড়তি মনোযোগ দেওয়াই দস্তুর। তবে প্রতি মাসে স্যালোঁতে গিয়ে ব্যয়বহুল ট্রিটমেন্ট নেওয়া সবার পক্ষেই সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, বাড়িতেই সঠিক প্রসাধনী ব্যবহার করলে অল্প খরচে পাওয়া যায় স্যালোঁ-সমান উজ্জ্বলতা।

এখন বাজারে নানা নামী ব্র্যান্ডের স্কিনকেয়ার ও হেয়ার কেয়ার প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলোর সাহায্যে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যেই করা সম্ভব বিয়ের আগে সম্পূর্ণ সৌন্দর্যচর্চা।

ত্বকের যত্ন—কী কী করবেন?

মনে রাখবেন ত্বকে যতই মেকআপ করুন না কেন ক্লিনজিং এবং টোনিং কিন্তু ত্বকের জন্য মাস্ট। তাই আপনার ত্বকের সঙ্গে যায় এমন ক্লিনজার ও টোনার অনশ্যই নিয়ম মেনে প্রতিদিন সকালে একবার ও রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার ব্যবহার করুন।

ক্লিনজিং আর টোনিংয়ের পর যা ত্বকে অবশ্যই করতে হবে তা হল ময়শ্চারাইজিং। ত্বককে আদ্র রাখতে যা আবশ্যক।  আর তার জন্য ব্যবহার করতে হবে ভালো কোনও ব্র্যান্ডের সিরাম বা ময়শ্চারাইজার। নিয়াসিনামাইড বা হাইলুরনিক অ্যাসিডসমৃদ্ধ সিরাম বা ময়শ্চারাইজার ব্যবহারে আপনার ত্বকের জেল্লা ফিরবে।

এসবের পাশাপাশি থ্রেডিং, ফেশিয়াল, ওয়াক্সিং ও হেয়ার স্পা এগুলোও কনে সাজে নিজেকে সাজিয়ে তোলার আগে ভীষণ দরকারি। তাই বাজেটফ্রেন্ডলি স্যালোঁতে গিয়ে প্যাকেজ হিসেবে এই সবকটির পরিষেবা নিয়ে নিজের বিশেষ দিনের আগে নিজেকে সাজিয়ে তুলতে পারবেন।

নজর দিতে হবে নখের যত্নেও। এই মুহূর্তে নেল জেল পলিশ বা নেল এক্সটেনশন বিশেষভাবে জনপ্রিয়। তবে বাজেটফ্রেন্ডলি চাইলে তা মিনিমাল ব্রাইডাল মেহেন্দি ও কনের সাজের সঙ্গে মিলিয়ে এক রঙের বিশেষ করে লাল বা কাছাকাছি রঙের নেল ডিজাইন করে নিতে পারেন। এতে খরচও তুলনামূলকভাবে কম হবে, এবং সবটাই হবে সাধ ও সাধ্যে মধ্যে।

 আপনার জীবনের বিশেষ দিনের আগে নিজেকে সাজিয়ে তুলুন এইভাবে কম খরচে।

You might also like!