Country

1 month ago

Tiranga Rally in Rajouri: লম্বায় প্রায় ২ কিলোমিটার, বিশাল তিরঙ্গা নিয়ে মিছিল রাজৌরিতে

Tiranga Rally in Rajouri
Tiranga Rally in Rajouri

 

রাজৌরি, ১৪ আগস্ট : দেশজুড়ে চলছে হর ঘর তিরঙ্গা অভিযান, এই অভিযানের অঙ্গ হিসেবে দেশজুড়ে চলছে তিরঙ্গা যাত্রা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে বিশাল এক পতাকা নিয়ে হল মিছিল। রাজৌরিতে এদিন বিশাল তিরঙ্গা র‍্যালির আয়োজন করা হয়, যেখানে ২ কিলোমিটার দীর্ঘ জাতীয় পতাকা প্রদর্শিত হয়েছিল। রাজৌরির ডিসি অভিষেক শর্মা বলেন, "স্বাধীনতা দিবসের চেতনা উদযাপনের জন্য, শহরে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছিল। এতে ৫০০০-রও বেশি মানুষ অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে স্কুলের ছাত্রছাত্রীরাও ছিল। এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশপ্রেমের একটি বড় বার্তা পৌঁছে দেয়।" রাজৌরির এসএসপি গৌরব সিকারওয়ার বলেন, "পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমরা আরও বেশি সংখ্যক মানুষকে এই উৎসবে অংশগ্রহণের জন্য আবেদন করছি।"

You might also like!