Country

12 hours ago

Delhi Building Collapse: দিল্লিতে ভেঙে পড়ল ৪-তলা বহুতল, খালি থাকায় বড় বিপদ থেকে রক্ষা

Delhi Building Collapse
Delhi Building Collapse

 

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : রাজধানী দিল্লিতে ভেঙে পড়ল একটি ৪-তলা বহুতল। সোমবার গভীর রাতে উত্তর দিল্লির সবজি মান্ডি থানার অন্তর্গত পাঞ্জাবি বস্তি এলাকায় একটি ৪-তলা বাড়ি ভেঙে পড়ে। ঘটনার সময় বাড়িটি খালি ছিল, তাই বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে কয়েকটি গাড়ি চাপা পড়ে যায়। পাশের ভবনের ১৪ জনকে দমকল কর্মীরা উদ্ধার করেছেন, কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। উদ্ধার অভিযান চলছে। মঙ্গলবার সকালে স্থানীয় এক বাসিন্দা বলেন, "ভেঙে পড়া বাড়িটির পাশের বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা গত দেড় বছর ধরে মালিককে বলে আসছিলাম যে পিলারগুলি দুর্বল হয়ে পড়ছে এবং মেরামতের প্রয়োজন। অন্তত কিছুটা মেরামত করা উচিত ছিল। কিন্তু তারা কর্ণপাত করেনি।"

You might also like!