Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Country

10 hours ago

Himachal traffic update:হিমাচলে ৩১৩টি রাস্তা এখনও বন্ধ, বিদ্যুৎ বিভ্রাটেও শোচনীয় অবস্থা

Himachal roads closed,
Himachal roads closed,

 

শিমলা, ১৭ আগস্ট : বর্ষার বৃষ্টিতে এবার নাস্তানাবুদ অবস্থা হিমাচল প্রদেশে। প্রবল বৃষ্টিপাত, হড়পা বানের জেরে হিমাচল প্রদেশে ৩১৩টিরও বেশি রাস্তা এখনও বন্ধ রয়েছে, ফলে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। হিমাচলের মান্ডি জেলার ১৭৫টি রাস্তা, কুল্লুতে জাতীয় সড়ক ৩০৫-সহ ৬৪টি রাস্তা, কাংড়ায় ২৫টি, চাম্বায় ১২টি, শিমলায় ১৩টি, উনা ও সিরমাউরে সাতটি করে, লাহৌলস্পিতিতে চারটি, কিন্নৌরে জাতীয় সড়ক ৫-সহ তিনটি, সোলানে দু'টি এবং বিলাসপুর জেলায় একটি এখনও যানবাহন চলাচলের জন্য বন্ধ রয়েছে।

বিদ্যুৎ বিভ্রাটেও নাকাল সাধারণ মানুষ, ৩৪৮টি ট্রান্সফরমার বিকল রয়েছে - যার মধ্যে মান্ডিতে ৩২২টি, কিন্নৌরে ১১টি, কুল্লুতে সাতটি, লাহৌলস্পিতিতে ৬টি এবং চাম্বা জেলায় দু'টি। হিমাচল প্রদেশজুড়ে ১১৯টি জল সরবরাহ প্রকল্পও বিঘ্নিত। এমতাবস্থায় এখনই বৃষ্টি থেকে রেহাই পাবে না হিমাচল প্রদেশ। আগামী ১৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছেমান্ডির এসএসপি শচীন হীরেমথ জানিয়েছেন, চণ্ডীগড়-মানালি জাতীয় হাইওয়ের মান্ডি-কুল্লু অংশে মান্ডি জেলায় রবিবার একাধিক হড়পা বানের ঘটনা ঘটেছে। হাইওয়ের যোগাযোগ ব্যবস্থা বেশ কয়েকটি স্থানে বন্ধ রয়েছে। এই ঘটনায় মানুষের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি

You might also like!