Breaking News
 
Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

 

Cooking

1 month ago

Fruit Rasmalai Recipe: অতিথি আপ্যায়নে চমক! ঘরেই বানান মিশ্র ফলের ফ্রুট রসমালাই

Fruit Rasmalai  recipe at your home
Fruit Rasmalai recipe at your home

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রসমালাই, নাম শুনলেই জিভে জল এসে যায়। মিষ্টিপ্রেমীদের কাছে এটি এক অবধারিত প্রিয় পদ। দোকানের রসমালাই তো অনেকেই খেয়েছেন, কিন্তু যদি ঘরেই তৈরি হয় ফলের ফিউশন দেওয়া একেবারে ভিন্নধর্মী রসমালাই, তাহলে তো স্বাদে-গন্ধে এক নতুন অভিজ্ঞতা হবে নিশ্চিত! এই গ্রীষ্মের দিনে ঠান্ডা ঠান্ডা রসমালাই যদি হয় আম, আপেল, বেদানা বা স্ট্রবেরির মতো রসালো ফলে ভরপুর, তাহলে পরিবারের সকলেই খুশি হবেন। সহজ কিছু উপকরণ আর একটু সময় থাকলেই আপনি নিজেই বানিয়ে ফেলতে পারেন এই ফলের রসমালাই। 

উপকরণ: মিষ্টি ফল ৩-৪ রকম, দুধ ২ কাপ, চিনি ৩ চা চামচ, চালের গুঁড়ো ৫ চা চামচ, মিল্ক ক্রিম ২ চা চামচ।

প্রস্তুত প্রণালী: দুধে চালের গুঁড়ো মিশিয়ে নেড়ে দুধ অর্ধেক করুন। এতে চিনি দিন। এর সঙ্গে ক্রিম মিশিয়ে ভালো করে নেড়ে নামিয়ে মিশ্রণটি পাত্রে ঢেলে ফ্রিজে ঠান্ডা করে নিন। পছন্দমতো ৩-৪ রকমের মিষ্টি ফল চৌকো করে কেটে নিন। ঠান্ডা ক্ষীরের মধ্যে ফল মিশিয়ে কাচের বাটিতে পরিবেশন করুন।

তবে আর দেরি কিসের? এই সপ্তাহান্তে একবার চেষ্টা করে দেখুন ফলের রসমালাই, মিষ্টির তালিকায় নতুন সংযোজন হবে নিশ্চিতভাবেই।


You might also like!