Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Cooking

1 year ago

Neem Shukto Recipe: গরমে শুক্তো বানান নিমপাতা দিয়ে!

Neem Sukto Recipe (File Picture)
Neem Sukto Recipe (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালি যতই ভোজনরসিক হোক, গরম পড়লে তেল-মশলার সঙ্গে আড়ি হয়ে যায়। গরমে শুধুই হালকা খাবার। পাতলা মুসুর ডাল কিংবা মাছের ট্যালটেলে ঝোল— গ্রীষ্মে বাঙালি রসনাতৃপ্ত হয় এ সব খাবার খেয়েই। তবে গরমকালে শুক্তো বাঙালির চিরন্তন দোসর। পাঁচমিশালি সব্জি দিয়ে শুক্তো এই মরসুমে সবচেয়ে আপন হয়ে ওঠে। তবে শুধু তো স্বাদের কথা ভাবলে চলবে না, স্বাস্থ্যের কথাও তো ভাবতে হবে। তাই শুক্তোর সঙ্গে জুটি বাঁধতে পারে নিমপাতা। গ্রীষ্মকালীন সংক্রমণ থেকে অনেকটাই দূরে থাকা যাবে। এই গরমে হেঁশেলে ঢুকে বানিয়ে ফেলুন নিমশুক্তো। রইল প্রণালী।

উপকরণ:

কাঁচকলা: ১টি

বেগুন: ১টি

রাঙা আলু: ১টি

সজনে ডাঁটা: ১০০ গ্রাম বড়ি: ৮-১০টি

পেঁপে: ১টি

আলু: ২টি

মুলো: ১টি

নিমপাতা: ১ কাপ

দুধ: ১ কাপ

আদা বাটা: ১ টেবিল চামচ

পোস্ত বাটা: ১ টেবিল চামচ

গোটা পাঁচফোড়ন: ১ টেবিল চামচ

ঘি: ২ টেবিল চামচ

সর্ষের তেল: পরিমাণমতো

নুন: স্বাদমতো

প্রণালী:

প্রথমে শুকনো খোলায় এক টেবিল চামচ পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিন। এর পর কড়াইয়ে তেল দিয়ে বড়িগুলি লাল করে ভেজে তুলে নিন। একই ভাবে নিমপাতা ভেজেও তুলে নিন।

এ বার ওই তেলে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা সমস্ত সব্জিগুলি দিয়ে ভাজতে থাকুন।

২-৩ মিনিট ভেজে নেওয়ার পর একে একে নুন, মিষ্টি, আদা বাটা, পোস্ত বাটা মিশিয়ে নাড়তে থাকুন। কিছু ক্ষণ পরে গরম জল দিয়ে সব্জিগুলি সেদ্ধ হতে দিন।

৫-৭ মিনিট পরে সব্জির মধ্যে দুধ ঢেলে দিন। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে ফুটতে দিন। কিছু ক্ষণ ফুটে এলে নিমপাতা আর বড়ি দিয়ে ভাল করে ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। উপর থেকে ঘি ছড়িয়ে এই গরমে প্রথম পাতে পরিবেশন করুন নিমশুক্তো।

You might also like!