কলকাতা, ১০ অক্টোবর : শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শনিবার পর্যন্ত দক্ষিণের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলতে পারে। শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা ও হাওড়াতে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , ১৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে বৃষ্টি বেশি হবে। এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ-সহ অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও ১৫ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর ও মালদায়। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ-সহ এক-দু পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্যই সর্তকতা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই।
১০ অক্টোবর নির্ধারিত সময়ে বাংলার বর্ষা বিদায় না হলেও চলতি সপ্তাহান্তে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। এ বছর রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হয়েছিল নির্ধারিত সময়ের তিন দিন আগে। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে এই এলাকা থেকে। এরপরই বাংলা থেকে বিদায় নেবে বর্ষা।