West Bengal

2 hours ago

Hooghly News: হুগলিতে টোটোর সঙ্গে ধাক্কা চারচাকা গাড়ির, জখম ৪

Hooghly road accident
Hooghly road accident

 

হুগলি, ৭ অক্টোবর : হুগলি জেলার চুঁচুড়ায় টোটো ও গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন। আহতদের মধ্যে টোটোর চালকও রয়েছেন। মঙ্গলবার ভোরে যাত্রিবোঝাই একটি টোটো চুঁচুড়া স্টেশনের দিক থেকে সুগন্ধা গোটুর দিকে যাচ্ছিল। দিল্লি রোডের কিছুটা আগে একটি চারচাকা গাড়ি টোটোকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দু'টি গাড়িরই সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টোটোয় থাকা তিনজন মহিলা যাত্রী গুরুতর জখম হয়েছেন। টোটো চালকেরও মাথায় চোট লাগে। পোলবা থানার পুলিশ চারজনকেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়েছে।

You might also like!