দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফের ভিনরাজ্যে তেহট্টের এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। মোবাইল চুরির সন্দেহে তাঁকে বেধড়ক মারধর করা হয়, চলে ধারালো অস্ত্র দিয়ে হামলা। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও, বাড়ি ফেরার পথে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ফের প্রকাশ্যে এল অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম অত্যাচারের ছবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম রাজু তালুকদার। তিনি তেহট্টের বেতাই লালবাজার মাঠপাড়া এলাকার বাসিন্দা। প্রায় পাঁচমাস আগে ভাই ও এলাকার কয়েকজনকে নিয়ে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কাজে যান। ২৯ আগস্ট স্থানীয় শ্রমিকদের মোবাইল চুরি হয়ে যায়। তাঁদের সন্দেহ এসে পড়ে বাঙালি শ্রমিকদের উপরে। শুরু হয় বচসা। তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, সেই সময় কয়েকজন রাজুর উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
রক্তাক্ত অবস্থায় রাজুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বেশ কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে কিছুটা সুস্থ হলে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। এদিকে রাজুর বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেন বাংলায় নিয়ে এসে তাঁর চিকিৎসা করাবেন। সেই মোতাবেক অন্ধ্রপ্রদেশ থেকে বাড়ি ফিরছিলেন রাজু। তবে বিশাখাপত্তনমের স্টেশনে আসতেই আবার অসুস্থ হয়ে পড়েন শ্রমিক। সঙ্গীরা তড়িঘড়ি থাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নদিয়ার বাড়িতে মৃত্যুসংবাদ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন রাজু তালুকদারের স্ত্রী সান্ত্বনা তালুকদার। শোকের আবহে স্তব্ধ গোটা এলাকা। শুক্রবার, আজই রাজুর মরদেহ গ্রামে আনা হবে বলে জানা গেছে।