Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Travel

1 year ago

Offbeat Destination:পাহাড়ের কোলে চা-বাগানে ঘেরা ছোট্ট গ্রাম সাংসের

Sanser is a small village surrounded by tea gardens on the lap of the hill
Sanser is a small village surrounded by tea gardens on the lap of the hill

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহুরে বাতাবরণ, কোলাহল থেকে বেড়িয়ে হাত বাড়িয়ে একটু এগিয়ে গেলেই শান্ত প্রকৃতির কোলে অবস্থিত, মায়াবী বন্ধনে আবদ্ধ পাহাড়ি গ্রাম সাংসের ও হােম স্টে কাব্য-কাদম্বরী। কালিম্পং থেকে মাত্র ১৪ কিমি দূরে, রংপাে যাওয়ার পথে সবুজ পাহাড়ে ঘেরা এক ছােট্ট পাহাড়ি হ্যামলেট সাংসের। নির্জন। সবুজ পাহাড় আর ঘন নীল আকাশের বেষ্টনীতে সাংসেরে দু-তিন দিন কাটানাে এক দারুণ অনুভূতিই বটে। এখানে আপনার সঙ্গী হতে পারে হিমালয়ের বরফ ঢাকা পাহাড় চূড়াে। তিস্তার টলটলে স্বচ্ছ হিরের মতাে জল বয়ে চলেছে পাহাড় ঘেরা এই জনপদের পাশ কাটিয়ে। নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কের আভ্যন্তরীণ ডেলাে পাহাড়ে ঘেরা সাংসের খাসমহল প্রকৃতির কোলে এক অনন্য অবদান।

কীভাবে যাবেন সাংসের?

নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে ছোট গাড়ি রিজার্ভ কিংবা শেয়ার ছোট চারচাকা গাড়ি কিংবা শিলিগুড়ি জংশন থেকে কালিম্পংগামী সরকারি বাস অথবা ছোট চারচাকা গাড়ি ভাড়া করতে হবে। সরকারি বাসে গেলে খরচ হবে মাথা পিছু ১৪৫ থেকে ১৫০ টাকা।  ছোট গাড়ি ভাড়া করলে মাথাপিছু খরচ হবে ২৫০ থেকে ৩০০ টাকা। কালিম্পং পৌঁছে কালিম্পং মোটর স্ট্যান্ড থেকে ছোট গাড়ি ভাড়া করতে হবে। কালিম্পং থেকে সাংসের গ্রামের দুরত্ব ১৪ কিলোমিটার।

  কোথায় থাকবেন ?

সাংসের গ্রামে বেশ কয়েকটি ব্রিটিশ আমলের বাংলো রয়েছে, সেখানে থাকা যায়। হোমস্টের সংখ্যা কম। হোমস্টে-তে থাকলে মাথাপিছু খরচ হবে ১৫০০ টাকা। ব্রেক ফাস্ট, দুপুর ও রাতের খাবার এর মধ্যে অন্তর্ভুক্ত।

দর্শনীয় স্থান

সাংসের গ্রামটি পাহাড়ের কোলে অবস্থিত। চারপাশে  চা বাগান। পাশে রয়েছে পাহাড়ী রাস্তায় ট্রেকিং করার সুযোগ। অন্যদিকে, পাইন গাছে ঘেরা জঙ্গল। দূরপীন, ডেলো, রামিতে ভিউ পয়েন্ট, হনুমান টক ঘুরে আসা যায়। লাভা–লোলেগাও, রিশপ, কোলাখাম, ইচ্ছেগাঁও, সিলেরিগাও যাওয়া যায় সাংসের থেকে।

You might also like!