নয়াদিল্লি, ২০ জুলাই: ফের থমকে গেল হোয়াটসঅ্যাপ পরিষেবা। ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার ভোররাতে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৩০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ। পাঠানো যাচ্ছিল না কোনও বার্তা, গোলমাল শুরু হতেই তৎপর হয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, "আমরা হোয়াটসঅ্যাপের কানেকটিভিটি সমস্যা সমাধানের জন্য দ্রুত কাজ করছি।"
প্রায় ৩০ মিনিটের জন্য থমকে গিয়েছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। এরপর ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোররাত ২.৩৬ মিনিট নাগাদ অপর একটি টুইট করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানায়, "এবং আমরা ফিরে এসেছি, হ্যাপি চ্যাটিং!" প্রসঙ্গত, ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা ‘মেটা’-র এই মেসেঞ্জার পরিষেবা ভারতে তো বটেই বিশ্বের বিভিন্ন দেশে বিপুল ভাবে ব্যবহার করা হয়। এই পরিষেবা অধিকাংশ অফিসেও ব্যবহার করা হয়।