Technology

2 years ago

Vodafone Idea: Vodafone Idea দিচ্ছে বিনামূল্যে 5GB ডেটা, কীভাবে পাবেন জেনে নিন

Vodafone Idea
Vodafone Idea

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Vodafone Idea (Vi) তাদের গ্রাহকদের জন্য নতুন রিচার্জ অফার নিয়ে এল। এই অফারে Vi অ্যাপের মাধ্যমে রিচার্জে 5 জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। টেলিকম অপারেটরটি নিশ্চিত করেছে যে, কেবল ‘মহা রিচার্জ’ এর উপর এই অফার প্রযোজ্য। যদিও ঠিক কতদিন পর্যন্ত এই অফার লাইভ থাকবে তা এখনও নিশ্চিত করেনি Vodafone Idea।

উল্লেখ্য এর আগেও ভোডাফোন আইডিয়া রিপাবলিক ডে ও ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই অফারের ঘোষণা করেছিল। তবে সেগুলি সব সীমিত সময়ের জন্য উপলব্ধ ছিল। আসুন সংস্থাটি এবার কাদের 5 জিবি অতিরিক্ত ডেটা দেবে তা জেনে নেওয়া যাক।

কীভাবে Vi 5GB Data ফ্রিতে পাবেন

ভোডাফোন আইডিয়া জানিয়েছে, যেসব গ্রাহক 199 টাকা থেকে 298 টাকার মধ্যে রিচার্জ করবেন তারা তিন দিনের জন্য অতিরিক্ত 2 জিবি ডেটা পাবেন। আবার যারা 299 বা তার উপরে রিচার্জ করবেন, তারা 5 জিবি ফ্রি ডেটা পাবেন। এই অতিরিক্ত ডেটার ভ্যালিডিটিও তিন দিন।

তবে আবারও বলে দিই যে, Vodafone Idea-এর এই অফারের ফায়দা তখনই তোলা যাবে যখন Vi-এর অ্যাপ থেকে রিচার্জ করা হবে। নচেৎ এই ফ্রি ডেটা পাওয়া যাবে না।


You might also like!