দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ V-সিরিজের অধীনে কোম্পানি Vivo V29, V29 Pro 5G এবং V29e স্মার্টফোন লঞ্চ করতে পারে। যেহেতু ফোনগুলি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে, তাই অনুমান করা হচ্ছে যে ফোনগুলি শীঘ্রই ভারতের মার্কেটে লঞ্চ হবে। এর পাশাপাশি এই সিরিজের গ্লোবাল টিজারও প্রকাশিত হয়েছে। এই পোস্টে আপনাদের এই সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে জানানো হল।Vivo V29 মডেলের একটি বড় ক্যামেরা মডিউল দেখা গেছে। যেখানে 2টি সার্কুলার ক্যামেরা কাটআউট এবং একটি ছোট LED ফ্ল্যাশ রয়েছে। এই ফোনের ক্যামেরা সেটআপ দেখে মনে হচ্ছে ডিভাইসটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এর পাশাপাশি নিচের দিকে Vivo এর ব্র্যান্ডিং দেখা যাবে। পাওয়ার এবং ভলিউম আপ ডাউন বাটনগুলি ডানদিকে থাকবে।
Vivo V29 Pro ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ডিভাইসটিতে একটি 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এতে 120Hz রিফ্রেশরেট পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসর: তালিকা অনুযায়ী পারফরম্যান্সের জন্য এই ডিভাইসটিতে MediaTek Dimensity 8200 প্রসেসর থাকবে।
স্টোরেজ: এই ডিভাইসটি 12GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে।
ক্যামেরা: এই ফোনে একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স থাকবে বলে অনুমান করা হচ্ছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 50-মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
ব্যাটারি: এই ডিভাইসটিতে একটি 5000mAh ব্যাটারি থাকবে যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
অন্যান্য: অন্যান্য ফিচারের মধ্যে এই ফোনে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, ডুয়াল সিম 5G সাপোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ সাপোর্ট পাওয়া যাবে।
OS: এই মোবাইলটি Android 13 বেসড Funtouch OS 13-এ রান করবে ।