দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার ইউটিউব সংস্থার প্রধান কার্যনির্বাহী আধিকারিক (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন সুজ়ান ওয়োজ়সিকি। বিশ্বের বৃহত্তম এবং ব্যাপকভাবে ব্যবহৃত এই ভিডিয়ো স্ট্রিমিং সংস্থার নয়া সিইও পদে আসীন হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে এই খবর প্রকাশ্যে আনেন সুজ়ান। তবে আনুষ্ঠানিকভাবে কবে বিশ্বের সর্ববৃহৎ এই অনলাইন ভিডিয়ো প্ল্যাটফর্মের দায়িত্ব নিতে চলেছেন নীল, তা এখনও সংস্থার পক্ষ থেকে জানানো হয়নি।
ইউটিউবের একেবারে শুরুর দিন থেকেই সঙ্গে রয়েছেন সুজ়ান। বর্তমানে তাঁর বয়স ৫৪ বছর। আজ থেকে প্রায় ২৫ বছর আগে তাঁরই গ্যারাজ থেকে কাজ শুরু হয়েছিল ইউটিউবের। ২০১৪ সালে থেকে তিনি সংস্থার সিইও পদে ছিলেন। তার আগে ছিলেন গুগলের বিজ্ঞাপন বিভাগের সর্বোচ্চ সহ-সভাপতি। গুগলেও একেবারে প্রথম দিকের কর্মীদের মধ্যে এক জন ছিলেন সুজ়ান। তারও আগে তিনি ছিলেন চিপ প্রস্তুতকারক সংস্থা ইনটেল-এ।
নবাগত সিইও নীল মোহন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার। ২০০৮ সালে তিনি গুগ্লে যোগ দেন। ২০১৫ সালে তিনি মুখ্য পণ্য কর্মকর্তা হন। গুগ্লের আগে মাইক্রোসফ্টে কাজ করেছেন, তা ছাড়াও বহু খ্যাতনামা সংস্থায় বোর্ড সদস্যও ছিলেন তিনি। ইউটিউব মিউজ়িক, ইউটিউব শর্টস, ইউটিউব টিভি এবং ইউটিউব প্রিমিয়াম পরিষেবাগুলি তাঁরই বুদ্ধিতে নিয়ে আসা হয়েছিল।