Technology

2 years ago

Royal Enfield: ভারতে ইলেকট্রিক মোটরবাইক নিয়ে আসছে Royal Enfield

Royal Enfield
Royal Enfield

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ২০২৫ সালে ভারতে ইলেকট্রিক বাইক নিয়ে আসতে চলেছে Eicher Motors। সংস্থার সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ লাল বলেন Royal Enfield আগামী ২০২৫ সালেই নিয়ে আসতে চলেছে এই বিশেষ বাইকটি। এবং, তা ভারতের বাজারে দারুণভাবে প্রভাব ফেলবে বলেও আশা সংস্থার কর্তাদের।

'এই বাইকটি বাজারে আসতে আরও বছর দুয়েক সময় লাগবে। আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই মডেল নিয়ে কাজ করছি। সমস্ত প্রোটোটাইপগুলি দেখে নেওয়া হচ্ছে। এখনও হাতে যথেষ্ট সময় আছে। তাড়াহুড়ো করে আমরা খারাপ কিছু চাড়তে চাই না বাজারে। তাহলে আমাদের সমস্ত চিন্তাই বিফলে যাবে। এখানে কোনও প্রতিযোগিতা নেই। শুধুমাত্র ওই বিশেষ পণ্যটির গুণমান বৃদ্ধি করে মানুষের মন জয় করাই আমাদের মূল লক্ষ্য', বলেন সিদ্ধার্থ।


You might also like!