Technology

2 years ago

Oppo Reno 7 Pro 5G:Oppo-র এই 5G স্মার্টফোনে মিলছে অবিশ্বাস্য ছাড় Amazon India

Oppo Reno 7 Pro 5G
Oppo Reno 7 Pro 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  এই মুহূর্তে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি বিশাল স্টোরেজ, ভালো ক্যামেরা এবং উন্নত প্রসেসরযুক্ত Oppo Reno 7 Pro 5G স্মার্টফোনটিতে ব্যাপক ডিসকাউন্ট দিচ্ছে। ছাড়ের পরিমাণ এতটাই বেশি যে, আপনি এই মিড-রেঞ্জ হ্যান্ডসেটটি একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোনের দামে কিনতে পারবেন। তাহলে দেরি কীসের, আসুন Oppo Reno 7 Pro 5G-তে উপলব্ধ অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

ওপ্পো রেনো ৭ প্রো ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৪৭,৯৯৯ টাকা। তবে অ্যামাজন এখন এই মডেলে ২১% ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে আপনি এটি ৩৭,৯৯৯ টাকায় কিনতে পারবেন। 

Oppo Reno 7 Pro 5G-র স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ৭ প্রো ৫জি-তে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশনযুক্ত ৬.৫ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য এই ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ম্যাক্স প্রসেসর, যেখানে আপনি ১২ জিবি এলপিডিডিডিআর৪এক্স (LPDDR4x) র‌্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ (UFS 3.1) স্টোরেজের সুবিধা পাবেন। এক্ষেত্রে সফ্টওয়্যার হিসেবে হ্যান্ডসেটটিতে মিলবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওস ১২ অপারেটিং সিস্টেম। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করবে।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, আলোচ্য ওপ্পো রেনো ৭ প্রো ৫জি স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সম্বলিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে; এর সাথে থাকবে এলইডি ফ্ল্যাশ। তাছাড়া সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এটিতে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উল্লেখ্য, এই ফোনে ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ৫.২-এর মতো টেকনোলজিও বিদ্যমান।

You might also like!