দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Oppo গত মে মাসে চীনের বাজারে Oppo K11x স্মার্টফোন লঞ্চ করেছিল। যার ডিজাইন অনেকটা OnePlus Nord CE 3 Lite -এর সাথে সাদৃশ্যপূর্ণ। আর এখন ব্র্যান্ডটি এই-সিরিজের অধীনে Oppo K11 নামের আরেকটি স্মার্টফোন উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে, যা সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus Nord CE 3 মডেলের অনুরূপ ডিজাইন অফার করবে বলে মনে করা হচ্ছে। এছাড়া এই ডিভাইসটিকে হালফিলে বেঞ্চমার্কিং সাইট Geekbench -এও তালিকাভুক্ত হতে দেখা গেছে। যার দৌলতে Oppo K11 স্মার্টফোনের একাধিক কী-ফিচার এবং পারফরম্যান্স সংক্রান্ত তথ্য সামনে এসেছে।Oppo K11 স্মার্টফোনটি ইতিমধ্যেই TENAA এবং ‘কম্পালসারি সার্টিফিকেশন অফ চীন’ (CCC বা 3C) সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। ফলে গিকবেঞ্চ প্রদত্ত তথ্যাদি বাদেও এর আরো বেশ কয়েকটি ফিচার জানা গেছে। আবার DSC -এর একটি সাম্প্রতিক রিপোর্টে আলোচ্য ডিভাইসের ডিজাইন কেমন হবে তার বিস্তারিত বিবরণও দেওয়া হয়েছে।
OPPO K11 স্পেসিফিকেশন
6.7″ AMOLED 120Hz display
Qualcomm Snapdragon 782G
50MP Rear Camera
16MP Selfie Camera
5,000mAh Battery
100W fast charging
স্ক্রিন: ওপ্পো কে11 ফোনে 6.7 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনটি এমোলেড প্যানেল দিয়ে তৈরি হবে এবং এটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেন্সর যোগ করা হতে পারে।
প্রসেসর: লিক রিপোর্ট অনুযায়ী OPPO K11 ফোনটি 2.7 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 782জি অক্টাকোর প্রসেসরে কাজ করতে পারে।
রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং 2 মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
সেলফি ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য OPPO K11 ফোনটিতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।
ফাস্ট চার্জিং: এই আপকামিং ফোনে 100 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে যা মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফোনটি ফুল চার্জ করে দিতে সক্ষম।
ব্যাটারি: OPPO K11 স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।