দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Oppo তার দ্বিতীয় ফ্লিপ স্টাইলের ফোল্ডেবল ফোনটি লঞ্চ করে দিল, যার নাম Oppo Find N3 Flip,গত বছর যে Find N2 Flip নিয়ে এসেছিল সংস্থাটি, নতুন ফোনটিও কিছুটা একইরকম দেখতে। মূলত যে পরিবর্তনগুলি করা হয়েছে, সেগুলি হল নতুন ফ্লিপ ফোনের ক্যামেরা ডিপার্টমেন্টে। তবে নতুন Oppo Find N3 Flip ফোনটি আপাতত নিয়ে আসা হয়েছে কেবল চিনের মার্কেটের জন্যই।তখন ফোনটি চীনে পেশ করা হয়েছিল এবং এবার ফোনটি ভারতে আসতে চলেছে। কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী 12 অক্টোবর ভারতে এই ফোনটি লঞ্চ করা হবে। নিচে এই ফোনের লুক, ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।
12 অক্টোবর ভারতে OPPO Find N3 Flip ফোনটি কঞ্চ করা হবে। আগামী 12 তারিখ সন্ধ্যা 7তার সময় এই ফোনের লঞ্চ ইভেন্ট শুরু হবে এবং কোম্পানি এই ইভেন্ট লাইভ ব্রডকাস্ট করবে। কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি ওপ্পো ইন্ডিয়ার ওয়েবসাইট ও তাদের ইউটিউব চ্যানেলে OPPO Find N3 Flip ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে।
OPPO Find N3 Flip এর স্পেসিফিকেশন
স্ক্রিন: OPPO Find N3 Flip ফোনটিতে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.80 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড প্রাইমারি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 3.36 ইঞ্চির এমোলেড কভার ডিসপ্লে রয়েছে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে মালী-জি715 জিপিইউ রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ওআইএস ফিচারযুক্ত 50 মেগাপিক্সেলের সোনী আইএমএক্স890 সেন্সর, 32 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে এতে সেলফির জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find N3 Flip ফোনে 4,300 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
অন্যান্য: এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। 5জি এবং 4জির পাশাপাশি এই ফোনে এনএফসি ফিচার রয়েছে।