Technology

2 years ago

Motorola to make smartphones at Symphony factory:সিম্ফনির কারখানায় স্মার্টফোন বানাবে মটোরোলা

Motorola will make smartphones at Symphony factory
Motorola will make smartphones at Symphony factory

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মটোরোলার সাথে চুক্তি হলো এডিসন গ্রুপের। এই চুক্তির আওতায় এখন থেকে মোটোরোলা এডিসন গ্রুপের মোবাইল ফোন ফ্যাক্টরি এডিসন ইন্ডাস্ট্রিজ এর মাধ্যমে হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারিং করবে এবং বাংলাদেশে বাজারজাত করবে। মোটোরোলা আশা করছে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে তাঁদের ব্যাবসা আরো ভালো ভাবে পরিচালনা করা সম্ভব হবে।

একই সাথে মোটোরোলা, বাংলাদেশে তাঁদের নতুন দুইটি স্মার্টফোন মোটো ই৩২ এবং মোটো ই২২এস উদ্বোধন করে। ই সিরিজ মোটোরোলার সবচাইতে সাশ্রয়ী এবং ফিচার সমৃদ্ধ স্মার্টফোন। “ডিজাইন মিট পারফরম্যান্স” এই স্লোগান টি সামনে রেখে হ্যান্ডসেট দুটি উদ্বোধন করা হয়।

ফোন দুটির অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রোয়েড ১২। ৯০ মেগাহার্জ রিফ্রেশরেট এর হ্যান্ডসেট দুটিতে আছে ৬.৫ ইঞ্চ আইপিএস এল সি ডি পাঞ্চ হোল ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০। ২.৩ গিগাহার্জের পাওয়ারফুল এবং পাওয়ার অ্যাফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসর মিডিয়াটেক এর জি৩৭ ১২ ন্যানো মিটার চিপসেট এবং সাথে আছে হাইপার ইঞ্জিন প্রযুক্তি। ৪ জিবি ডিডিআরফোর র‍্যামের এর সাথে ইন্টারনাল স্টোরেজ আছে ৬৪ জিবি যা এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ১ ট্যারাবাইট পর্যন্ত। পাওয়ারফুল চিপসেট থাকার কারণে এসফল্ট এইট, কল অফ ডিউটির মতো হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে অনায়াসে।

সুন্দর ছবি তোলার জন্য মোটো ই৩২ এবং মোটো ই২২এস ফোন দুটিতে যথাক্রমে আছে ৫০ মেগাপিক্সেল এবং ১৬ মেগাপিক্সেল এর এআই সমৃদ্ধ ডুয়াল রিয়ার পিডিএফ ক্যামেরা। দুটি ফোনের সেলফি ক্যামেরাতেই থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি শ্যুটার যা দিয়ে তোলা যাবে প্রাণবন্ত সব ছবি।

পাওয়ার ব্যাকআপ দিতে এতে আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি যা দিবে অনায়াসে দিন পার করার নিশ্চয়তা। দুটি ন্যানো সিম এর পাশাপাশি মেমোরী কার্ডও ব্যাবহার করা যাবে হ্যান্ডসেট দুটিতে। এছাড়াও হ্যান্ডসেট দুটির সিকিউরিটি দিতে আছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সুবিধা এবং ফেইস আনলক।

প্রয়োজনীয় সকল সেন্সর যেমন জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এবং এ্যাক্সালেরো মিটার রয়েছে ফোন দুটিতে।

আজ থেকে এডিসন গ্রুপের (সিম্ফনি মোবাইল) সকল আউটলেটে অত্যাধুনিক ডিজাইনের মোটো ই৩২ এবং মোটো ই২২এস হ্যান্ডসেট দুটি ইকো ব্ল্যাক এবং আর্কটিক ব্লু কালারে পাওয়া যাচ্ছে ১৫ হাজার ৯৯৯ এবং ১৪ হাজার ৯৯৯ টাকায়।

You might also like!