Technology

2 years ago

Nokia 2660 Flip :নতুন কোন দুই রঙে উপলব্ধ হল সহ এর দাম কত, কী কী ফিচার আছে আসুন দেখে নেওয়া যাক

Nokia 2660 Flip
Nokia 2660 Flip

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃচলতি মাসেই বিশ্ব বাজারে নতুন ফ্লিপ ফোন নিয়ে এসেছিল Nokia। এবার সেই ফোন ভারতে নিয়ে এল HMD Global। ভারতে ফিচার ফোনের চাহিদার কথা মাথায় রেখেই Nokia 2660 Flip নিয়ে এসেছে সংস্থাটি। নতুন এই ফিচার ফোনে থাকছে 4G কানেক্টিভিটি। এই ফোনে রয়েছে একটি ইমার্জেন্সি বাটন যা টিপলে দ্রুত প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করা যাবে। এই বাটন প্রেস করলে একসঙ্গে 5 জনের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এছাড়াও রয়েছে হিয়ারিং এইড কমপ্যাটিবিলিটি। চার্জিংয়ের জন্য রয়েছে একটি বিশেষ স্ট্যান্ড।এর আগে গত বছর Nokia 2660 Flip ফোনটি তিনটি রঙে উপলব্ধ হয়েছিল। এই তিনটি রং হল কালো, নীল এবং লাল। এখন Nokia -এর তরফে আরও দুটি নতুন কালার ভ্যারিয়েন্ট আনা হল এই ফোনের। এই রঙ দুটি হল Lush Green এবং Pop Pink।

ফোনের দাম 

Nokia 2660 Flip ফোনটি যখন 2022 সালে লঞ্চ করেছিল তখন সেটার দাম রাখা হয়েছিল 4,699 টাকা। যদিও এখনও পর্যন্ত জানা যায়নি যে এই ফোনের আগের দাম বহাল থাকবে নাকি নতুন কোনও দাম রাখা হবে। 

Nokia 2660 Flipফোনের স্পেসিফিকেশন

1. এখানে গ্রাহকরা পাবেন 2.8 ইঞ্চির একটি QVGA প্রাইমারি ডিসপ্লে। অন্যদিকে সেকেন্ডারি ডিসপ্লে বা যেটাকে আমরা Flip ফোনের কভার বা বাইরের ডিসপ্লে বলে থাকি সেখানে থাকবে 1.77 ইঞ্চির। 

2. এই Nokia 2660 Flip ফোনটি পরিচালিত হয় Unisoc T107 প্রসেসরের সাহায্যে। 

3. এখানে গ্রাহকরা পাবেন 48 MB RAM এবং 128 MB ইন্টারনাল স্টোরেজ যা এসডি কার্ডের সাহায্যে 32 GB পর্যন্ত বাড়ানো যাবে। 

4. এখানে 0.3 মেগাপিক্সেলের একটি VGA ক্যামেরা আছে। সঙ্গে মিলবে একটি LED ফ্ল্যাশ। 

5. এখানে গ্রাহকরা পাবেন 2.75W চার্জিং -এর সুবিধা সহ 1,450 mAh ব্যাটারি।

You might also like!