দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোম্পানি এই মাসের শেষের দিকে অর্থাৎ 31শে জুলাই ভারতে তাদের নতুন JioBook ল্যাপটপ লঞ্চ করতে চলেছে। এছাড়াও Amazon এ JioBook ল্যাপটপের টিজার প্রকাশিত হয়েছে। এই পোস্টে আপনাদের আসন্ন Jio Book সম্পর্কে ডিটেইলস জানানো হল।
JioBook এর দাম
কোম্পানি তাদের প্রথম প্রজন্মের JioBook 15,799 টাকা দামে লঞ্চ করেছিল। এটি Reliance Jio Store থেকে কেনা যাবে। তবে এই নতুন জেনারেশন ল্যাপটপের দাম 20 হাজারের কম হবে বলে অনুমান করা হচ্ছে। Amazon ছাড়াও এটি অন্যান্য রিটেইল স্টোরে সেলের জন্য পাওয়া যাবে।
এর আগে কোম্পানি 2022 সালে তাদের প্রথম বাজেট ল্যাপটপ IMC লঞ্চ করেছিল। এর মাধ্যমে জুলাই মাসের মধ্যে ভারতে Jio এর দ্বিতীয় প্রোডাক্ট লঞ্চ হবে। কোম্পানি ইতিমধ্যেই তাদের Jio Bharat 4G ফিচার ফোন লঞ্চ করেছে, যার দাম 999 টাকা। যেহেতু JioBook-এর জন্য একটি 4G সিমও প্রয়োজন, তাই কোম্পানি এই ল্যাপটপের সাথে লো বাজেট ডেটা প্ল্যানও অফার করতে পারে।
JioBook ল্যাপটপের স্পেসিফিকেশন
11.6 ইঞ্চি HD ডিসপ্লে মিলবে এই ল্যাপটপে। ভিডিও কলের জন্য সামনে 2 মেগাপিক্সেল ক্যামেরা। প্রসেসর হিসাবে Adreno 610 GPU সহ Qualcomm Snapdragon 665 রয়েছে এতে। সঙ্গে 2GB র্যাম। স্টোরেজের ক্ষেত্রে 32GB eMMC স্টোরেজ রয়েছে এতে যা সর্বোচ্চ 128GB পর্যন্ত সম্প্রসারণ হতে পারে।
এই ল্যাপটপে যে অপারেটিং সিস্টেম রয়েছে তা হল JioOS। এই ডিভাইসে মোবাইলের মতোই জিও স্টোরে এবং অন্যান্য থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করা যায়। ল্যাপটপের ব্যাটারি ক্যাপাসিটি 5,000mAh যা ফুল চার্জে 8 ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে বলে জানিয়েছে জিও।অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ব্লুটুথ 5.0 HDMI পোর্ট, জিও সিম কার্ড 0 4G সাপোর্ট এবং 3.5 মিলিমিটার অডিও জ্যাক।