Technology

2 years ago

Infinix Note 30 5G:জুন মাসে ভারতে লঞ্চ হতে চলেছে Infinix Note 30 5G,জেনে নিন স্পেসিফিকেশন

Infinix Note 30 5G
Infinix Note 30 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জুন মাসে ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স নোট ৩০ ৫জি (Infinix Note 30 5G) ফোন। শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) ফিচার সম্পন্ন ভয়েস অ্যাসিসট্যান্টের (Voice Assistant) সাপোর্ট। এই ফোনে ChatGPT ভিত্তিক কোনও AI ভয়েস অ্যাসিসট্যান্ট থাকতে পারে। ইতিমধ্যেই ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে OpenAI-এর AI চ্যাটবোট ChatGPT। এবার AI ভিত্তিক ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট থাকতে চলেছে ইনফিনিক্সের আসন্ন ফোনে। এছাড়াও জানা গিয়েছে, ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনে একটি ১০৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। 

Infinix এবং JBL ব্র্যান্ডের মালিক HARMAN Embedded Audio-এর মধ্যে একটি চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুসারে এই ফোনগুলিতে JBL স্টেরিও স্পিকার দেওয়া হবে। কোম্পানি বলেছে যে উন্নত সাউন্ড টেকনোলজির কারণে Note 30 5G ইউজাররা distortion -free volume এবং deeper bass উপভোগ করতে পারবেন।

Infinix Note 30 5G ফোনের স্পেসিফিকেশন

Infinix Note 30 5G ফোনটি MediaTek Dimensity 6080 Octacore প্রসেসরে রান করে।

এই ফোনে একটি 6.78 ইঞ্চি পাঞ্চ-হোলডিসপ্লে দেওয়া হয়েছে যা LCD প্যানেলে নির্মিত এবং 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে।

রেয়ার ক্যামেরা সেটআপে F/1.75 অ্যাপারচার যুক্ত 108MP Samsung ISOCELL HM6 সেন্সর, 2MP লেন্স এবং AI সেন্সর রয়েছে।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 45W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

Infinix Note 30 5G ফোনে NFC, 3.5mm জ্যাক এবং FM রেডিওর মত ফিচার রয়েছে।

You might also like!