Technology

2 years ago

১৫,০০০ টাকার কমে সবচেয়ে সস্তা ১০৮এমপি ক্যামেরা এবং ৫জি স্মার্টফোন Infinix Note 12 Pro 5G

Infinix Note 12 Pro 5G
Infinix Note 12 Pro 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Infinix Note 12 Pro 5G  ফোনটি প্রথমবার সেল কড়া হবে। কয়েক দিন আগেই কোম্পানির পক্ষ থেকে Infinix Note 12 সিরিজ লঞ্চ করা হয়েছে। Infinix Note 12 Pro 5G সিরিজের ফোনগুলি কোম্পানির তরফ থেকে MediaTek Dimensity 810 5G চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনগুলি 120Hz রিফ্রেশরেট এবং Dolby Vision সাপোর্ট করে,আর এই ফোনের নাম Infinix Note 12 Pro 5G। ফ্লিপকার্টে এটি ৩৬ শতাংশ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এছাড়াও রয়েছে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার। আসুন জেনে নেওয়া যাক Infinix Note 12 Pro 5G কত কমে কেনা যাবে।

ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ২৪,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এটি ৩৬ শতাংশ ছাড়ের পর ১৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।আপনি পুরানো ফোন বদলে ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি কিনতে চাইলে ১৫,১৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন। তবে মনে রাখবেন এই এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের অবস্থায় উপর নির্ভর করবে।

Infinix Note 12 Pro 5G স্পেসিফিকেশন

Infinix Note 12 Pro 5G ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি সেন্সর ১০৮ মেগাপিক্সেল। আর দ্বিতীয় সেন্সরটি হল একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া রয়েছে এআই লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Infinix Note 12 Pro 5G ডিভাইসের সামনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

You might also like!