Technology

2 years ago

Endefo:নতুন স্মার্ট প্রোডাক্ট লঞ্চ করেছে Endefo, জেনে নিন দাম এবং ফিচার

Endefo  Product
Endefo Product

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ

Endefo স্মার্ট ওয়াচের দাম এবং ফিচার

5,999 টাকা দামের Enfit MAX স্মার্ট ওয়াচটি Amazon Prime Day সেলের সময় মাত্র 1,599 টাকা দামে সেলের জন্য পাওয়া যাবে। এই ঘড়িটিতে 1.96 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে ব্লুটুথ কলিং ফিচার এবং 135 টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে। এছাড়াও হার্ট রেট সেন্সর, ব্লাড প্রেসার সেন্সর, ব্লাড অক্সিজেন ট্র্যাকারের সুবিধাও রয়েছে।

Enfit Plus স্মার্ট ওয়াচটির দাম 5,999 টাকা হলেও সেল চলাকালীন এই ঘড়িটি মাত্র 1,399 টাকা দামে কেনা যাবে। এই ঘড়িতে 1.69 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ডিভাইসটিতে ব্লুটুথ কলিং, 35 টিরও বেশি স্পোর্টস মোড, ব্লাড প্রেসার এবং ব্লাড অক্সিজেন লেভেল পরিমাপ করার অপশন রয়েছে।

কোম্পানির তৃতীয় স্মার্টওয়াচটি প্রায় 6,999 টাকা দামে লঞ্চ হলেও সেলের সময় মাত্র 1,499 টাকা দামে কেনা যাবে। এই ঘড়িটি রাউন্ড ডায়াল এবং জঙ্ক মেটাল বডি সাপোর্ট করে। এই ঘড়িতে একটি 1.32 ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ কলিং, 35টির বেশি স্পোর্টস মোড এবং 200+ ওয়াচ ফেস রয়েছে। এই ছাড়াও হার্ট রেট, ব্লাড অক্সিজেন সহ অনেক ফিচার রয়েছে।

Enbuds 10 Buds এর দাম এবং ফিচার

Endefo-এর nBuds 10 true ওয়্যারলেস ইয়ারবাড টির দাম 1,599 টাকা হলেও Amazon Prime day সেল চলাকালীন এটি মাত্র 799 টাকা দামে কেনা যাবে। এই buds টি JL6983D2 চিপসেট এবং ব্লুটুথ 5.1 সাপোর্ট করে। এতে 300mAh চার্জিং কেস ব্যাটারি এবং 30mAh ইয়ারবাড ব্যাটারি রয়েছে। এছাড়াও এতে টাচ কন্ট্রোল ফিচার, IPX5 সোয়েট রেজিস্ট্যান্স রেটিং এবং স্টেরিও সাউন্ডও পাওয়া যাবে।

Endefo স্পিকারের দাম এবং ফিচার

গ্ল্যাম উডেন স্পিকার যার দাম 1,599 টাকা, সেটি ইউজাররা Amazon Prime day সেলের সময় 799 টাকা দামে কিনতে পারবেন। এতে Bluetooth 5.0, AUX, TF, USB এবং FM এর মতো কানেক্টিভিটি অপশন রয়েছে। এটি 30Hz থেকে 20KHz রেঞ্জ সাপোর্ট করে। এছাড়াও ডিভাইসটিতে 1200mAh ব্যাটারি পাওয়া যায়।

Entunz Mega স্পিকার Amazon প্রাইম ডে সেলের সময় 1,499 টাকায় পাওয়া যাবে। এটিতে Bluetooth 5.1, 12W আউটপুট RMS, AUX, TF, USB এবং FM সাপোর্ট রয়েছে। এই স্পিকারটি কারাওকে ওয়্যার মাইক্রোফোন সাপোর্ট করে। এছাড়াও এতে TWS ফাংশন এবং RGB লাইট কন্ট্রোল সহ 1800mAh ব্যাটারি প্রদান করা হয়েছে।

6,999 টাকা দামের Entunz JAZZ ট্রলি স্পিকারটি মাত্র 2,999 টাকা দামে পাওয়া যাবে। এতে 24W আউটপুট RMS, Bluetooth 5.1, AUX, TF, USB এবং FM সাপোর্ট রয়েছে। এই ট্রলি স্পিকার একটি কারাওকে ওয়্যার মাইক্রোফোন সাপোর্ট করে। এছাড়াও এটি 3600mAh ব্যাটারি সাপোর্ট করে।

Endefo পাওয়ার ব্যাংকের দাম এবং ফিচার

Endefo ED10 10000mAh 12W পাওয়ার ব্যাঙ্কও লঞ্চ করেছে, যার দাম 1999 টাকা, যেটি Amazon Prime Day সেলের সময় শুধুমাত্র মাত্র 799 টাকা দামে পাওয়া যাবে।

Endefo সাউন্ড বারের দাম এবং ফিচার

Endefo এর নতুন সাউন্ড বার SW101 140W এর দাম 13,999 টাকা কিন্তু Amazon প্রাইম ডে সেলের সময় এটি মাত্র 6,999 টাকা দামে কেনা যাবে। এতে Bluetooth 5.0, HDMI, USB এবং AUX এর সাপোর্ট রয়েছে। এই ডিভাইসটিতে একটি 80W সাবউফার এবং চারটি 15W স্পিকার রয়েছে। এছাড়াও এটি ডিজিটাল ডিসপ্লে, রিমোট কন্ট্রোল এবং একাধিক EQ মোড সাপোর্ট করে।

You might also like!