Technology

2 years ago

Instagram এর Password জানার সহজ পদ্ধতি

Easy way to know Instagram password
Easy way to know Instagram password

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ

Android ডিভাইসে ইনস্টাগ্রাম পাসওয়ার্ড বের করার  পদ্ধতি

আপনার পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্টে সুরক্ষিত থাকে। বিশেষ করে ইনস্টাগ্রাম পাসওয়ার্ড প্রোটেকশনকে গুরুত্ব সহকারে নেয়। যদিও Instagram সহজে লগইন করার জন্য আপনার পাসওয়ার্ড স্টোর করে, কিন্তু Instagram সেই পাসওয়ার্ডকে ইউনিক ক্যারেক্টরে চেঞ্জ করে দেয়, যা সহজে পড়া বা ডিকোড করা কঠিন। আপনি অ্যাপে আপনার পাসওয়ার্ড দেখতে না পেলেও এটি দেখার অন্যান্য উপায় রয়েছে৷

স্টেপ #1: আপনি Android ডিভাইসে আপনার Google অ্যাকাউন্টের মাধ্যমে পাসওয়ার্ড চেক করতে পারেন। পাসওয়ার্ড দেখার জন্য ডিভাইসের সেটিংসে Google-এ হালকা প্রেস করুন।

স্টেপ #2: তারপরে ‘Manage Your Google Account ‘ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন।

স্টেপ #3: তারপরে ‘সিকিউরিটি’ ট্যাবে ক্লিক করুন। তারপরে আপনার সেভ করা পাসওয়ার্ড দেখার জন্য ‘Password Manager’ এ ক্লিক করুন।

স্টেপ #4: আপনি যদি গুগলে আপনার পাসওয়ার্ড সেভ করে থাকেন তাহলে নীচে স্ক্রোল করুন এবং আপনি ইনস্টাগ্রামের অপশন দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন। তাহলে আপনি গুগলে আপনার সেভ করা সমস্ত পাসওয়ার্ডের অপশন দেখতে পাবেন।

স্টেপ #5: আপনি Instagram এর পাসওয়ার্ড জানতে চাইল Instagram এর অপশনে ট্যাপ করুন। তারপরে পিন লিখুন বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করুন।

স্টেপ #6: তারপর আপনার Instagram অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে ইউজারনেম এর নীচে আই আইকনে ক্লিক করুন। এখানে আপনি আপনার Instagram অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানতে পারবেন।

ল্যাপটপে ইনস্টাগ্রাম পাসওয়ার্ড জানার পদ্ধতি

আপনি ব্রাউজারের মাধ্যমে ল্যাপটপ-ডেস্কটপে আপনার Instagram পাসওয়ার্ড খুঁজে পেতে পারেন। এ জন্য আপনি চাইলে Google Chrome ব্রাউজারও ব্যবহার করতে পারেন। এর জন্য নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে।

স্টেপ #1: সবার আগে আপনার ল্যাপটপ-পিসিতে Chrome ব্রাউজার চালু করুন। এড্রেস বারের পাশে তিনটি ভার্টিকাল ডট আইকনে আলতো চাপুন।

স্টেপ #2: এখানে আপনি সেটিংস অপশনটি দেখতে পাবেন।

স্টেপ #3: এখন ‘অটোফিল এন্ড পাসওয়ার্ড’ ট্যাবে যান এবং ‘গুগল পাসওয়ার্ড ম্যানেজার’-এ ক্লিক করুন।

স্টেপ #4: তারপর আপনাকে নীচে স্ক্রোল করতে হবে এবং instagram.com অপশনে যেতে হবে এবং আপনার ইউজার নেম এ ক্লিক করতে হবে।

স্টেপ #5: তারপর আপনাকে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে অথবা আপনার PC এর পিন/পাসওয়ার্ড লিখতে বলা হতে পারে।

স্টেপ #6: তারপর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাসওয়ার্ড জানতে ‘আই আইকনে’ ক্লিক করতে হবে।


You might also like!