দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবই এক চুটকিতে সেরে দিচ্ছে OpenAI-এর তৈরি এই চ্যাটবট সার্ভিসটি। গোটা বিশ্ব জুড়েই উত্তরোত্তর বাড়ছে artificial intelligence (AI)-র রমরমা। AI-র দৌলতে নিমেষে সেরে ফেলা যাচ্ছে এমন এমন কাজ, যার কথা কল্পনাও করতে পারত না লোকে। দেখতে দেখতে AI ও রোবোটিকস যে দিকে যাচ্ছে, তাতে অচিরেই বহু মানুষের কাজই অবলুপ্ত হয়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জীবিকা হারাবেন অসংখ্য মানুষ। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি যে জায়গায় পৌঁছেছে, তাতে অচিরেই এমন দিন আসতে চলেছে। আর ঠিক তেমনই একটি প্রযুক্তির আবিষ্কার এই ChatGPT। লঞ্চ হওয়ার এক মাসের মধ্যেই পেরিয়ে গিয়েছিল ১০ লক্ষ ইউজারের সীমা। বলাই বাহুল্য, সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ইউজার সংখ্যা। বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হতে শুরু করেছে এই চ্যাটবট সার্ভিসটি।
বর্তমানে ChatGPT, Murf.AI, OpenAI API Key এর মতো Ai টুলগুলি ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠছে। এই টুলগুলি টেকনোলজির সাহায্যে কাজ করে। আজকের এই পোস্টে আপনাদের এমন কিছু আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স টুলের সম্পর্কে জানানো হল, যার সাহায্যে আপনার দৈনন্দিন কাজগুলি অনেক সহজ এবং দ্রুত হয়ে যাবে।
সেরা AI Tool
1. ChatGPT
ChatGPT একটি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স টুল। এর ফুল ফর্ম হল Chat Generative Pre trained Transformer, এর মাধ্যমে ইউজাররা যে কোন প্রশ্নের উত্তর পেতে পারেন। এর জন্য ইউজারদের ChatGPT এর অফিসিয়াল ওয়েবসাইট chat.openai.com-এ যেতে হবে।
2. Bard LaMDa
গুগলের AI টুল Bard LaMDa ChatGPT এর থেকে একেবারে আলাদা। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স টুল ChatGPT আগে থেকে উপস্থিত ডেটার উপর বেস করে প্রশ্নের উত্তর দেয়, অন্যদিকে Google এর AI চ্যাটবট একটি ল্যাঙ্গুয়েজ মডেল এবং ডায়ালগ অ্যাপ্লিকেশন অর্থাৎ LaMDA সাপোর্ট করে।
3. AI Valley
এই AI টুলের সাহায্যে আপনি একসাথে অনেক কিছু করতে পারবেন। এই AI এর সাহায্যে কপিরাইটিং, ইমেজ জেনারেশন এবং এডিটিং, কোডিং, প্রোডাক্টিভ কাজ ইত্যাদি অনেক কম সময়ে করা যায়।
4.OpenAI API
মাইক্রোসফটের মালিকানাধীন OpenAI এর সাহায্যে আপনি ইমেজ জেনারেশন এবং স্পীচ টু টেক্সট ছাড়াও ডেটা এক্সট্রাকশন, ট্রান্সলেশন ইত্যাদি করতে পারেন।
5.Synthesia
আপনি এই টুলের সাহায্যে AI -জেনারেটেড ভিডিও তৈরি করতে পারেন। এর জন্য আপনাকে আপনার স্ক্রিপ্ট আপলোড করতে হবে। তারপর আপনাকে AI অ্যাঙ্করের সঙ্গে ভিডিও ক্রিয়েট করে দেওয়া হবে। তবে এর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে।