দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃRealme ভারতে তার দীর্ঘ প্রতীক্ষিত ফোন লঞ্চ করে দিল। বৃহস্পতিবার হাজির হল সেই Realme 11 Pro+ ফোন। অ্যাস্ট্রাল ব্ল্যাক, সানরাইজ় বেইজ এবং ওয়েসিস গ্রিনের মতো একাধিক চমৎকার কালার ভ্যারিয়েন্ট রয়েছে ফোনটির।অত্যন্ত স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশনযুক্ত এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল।
Realme 11 Pro+ 5G এর দাম
Realme 11 Pro+ 5G ফোনের দাম শুরু হচ্ছে 27,000 টাকা থেকে। সেই দাম ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের। ফোনটির হাই-এন্ড 12GB/256GB স্টোরেজ স্পেসের দাম 29,999 টাকা।
Realme 11 Pro+ 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন
স্ক্রিন: Realme 11 Pro+ 5G তে 1080 x 2412 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি। এটি 120 হার্টস রিফ্রেশরেট, 2160 হার্টস পিডব্লিউ ডিমিং, 1260 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 100% ডিসিআই-পি3 কালার গামুট এবং আই কেয়ারের মতো ফিচার রয়েছে।
ক্যামেরা: Realme 11 Pro+ 5G ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বিশেষত্ব এই ফোনের ক্যামেরা সেগমেন্ট। এই ফোনে 200 মেগাপিক্সেলের দুর্দান্ত Samsung HP3 super zoom ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি ইউআই 4.0 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 চিপসেট দেওয়া হয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী-জি68 জিপিইউ রয়েছে।
RAM: Realme 11 Pro+ 5G ফোনটি 8GB dinamic RAM এক্সপ্যানশন টেকনোলজির সঙ্গে বাজারে আনা হয়েছে। এর মাধ্যমে ফোনের ইন্টারনাল RAM এর সঙ্গে আরও 8GB RAM অতিরিক্ত যোগ করে এর পারফরমেন্স বাড়ানো যায়।
ব্যাটারি: Realme 11 Pro+ 5G ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
ফাস্ট চার্জিং: এই ফোনের বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। এর সাহায্যে মাত্র কয়েক মিনিটের মধ্যে ব্যাটারি 0 থেকে 50 শতাংশ এবং 50 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করা যায়।
কানেক্টিভিটি: এই ফোনে ডুয়েল মোড SA/NSA 5G সাপোর্ট করে জার মাধ্যমে 7টি 5জি ব্যান্ড ব্যাবহার করা যায়। এতে 4জি এলটিই ফিচারও রয়েছে। এই ফোনে ডুয়েল সিম, ব্লুটুথ এবং ওয়াইফাই এর সঙ্গে এনএফসির মতো ফিচার আছে। এছাড়াও এই ফোনে 1টিবি পর্যন্ত মেমরি কার্ড ব্যাবহার করা যায়।