Technology

2 years ago

Google Drive :Google Drive-এ ফাইল তৈরি করতে পারছেন না, নতুন নিয়ম যোগ হল জানেন

Can't create files in Google Drive, new rules added
Can't create files in Google Drive, new rules added

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন নিয়ম যোগ হল। সেটার বিষয়ে সবাই ঠিক করে জানলও না। তার আগেই সেই নিয়ম মুলতুবি করে নিল Google Drive। পুরোটাই হল প্রায় চুপিসারেই। তবে যাঁদের তা নজরে পড়ার, ঠিক পড়েছে।

সম্প্রতি Google ড্রাইভে হঠাত্ই ফাইলের সংখ্যার সর্বোচ্চ সীমা স্থির করে দেওয়া হয়। বলা হয় সর্বোচ্চ ৫০ লক্ষ ফাইল তৈরি করা যাবে গুগল ড্রাইভে। আপনি অতিরিক্ত স্পেসের জন্য টাকা দিলেও এই একই নিয়ম প্রযোজ্য হবে। তবে নিয়ম লাগু হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই সেটি বাতিল করে দেয় গুগল। ফলে এখন আর সেই নিয়ে কোনও সমস্যা নেই। Ars Technica এবং CNET তাদের প্রতিবেদনে এই বিষয়ে জানিয়েছে।

'আমরা সম্প্রতি কর্মক্ষমতা অপ্টিমাইজ করতে ড্রাইভ আইটেমের সর্বোচ্চ সীমায় একটি সিস্টেম আপডেট নিয়ে এসেছি,' একটি টুইটে জানিয়েছে গুগল। 'খুব অল্প সংখ্যক ব্যবহারকারী এর ফলে প্রভাবিত হয়েছিলেন। তবে আমরা এই পরিবর্তন ফিরিয়ে নিচ্ছি। কারণ আমরা সর্বদাই ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো করার উপায় খোঁজার চেষ্টা করি,' জানিয়েছে গুগল।

এই ৫০ লক্ষের ঊর্ধ্বসীমা শুধুমাত্র ড্রাইভে তৈরি করা ফাইলের সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। ড্রাইভের মাধ্যমে শেয়ার করা মোট ফাইলের সঙ্গে এর কোনও সম্পর্ক ছিল না।

গুগলের মুখপাত্র রস রিচেন্ডরফার জানিয়েছিলেন, 'নির্ভরযোগ্যতা বজায় রাখতেই এই পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে কোম্পানির সিস্টেমের 'অপব্যবহার' প্রতিরোধে করা যাবে। আপনি যদি এই ঊর্ধ্বসীমায় পৌঁছে যান, সঙ্গে সঙ্গেই একটি নোটিফিকেশন পাবেন। সমস্যার সমাধানের জন্য Google সাপোর্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন।'

একজন ব্যক্তির পক্ষে ৫০ লক্ষ ফাইল একটি অযৌক্তিক ধরণের বড় সংখ্যা বলে মনে হতেই পারে। তবে জানলে অবাক হবেন, বহু ব্যবহারকারীই কিন্তু এই ঊর্ধ্বসীমা ছুঁয়ে ফেলেছেন। Reddit পোস্টে এমনই এক ব্যবহারকারী জানিয়েছেন, তাঁর ড্রাইভে ৭০ লক্ষ ফাইল রয়েছে। সেই সঙ্গে 2TB স্টোরেজ শেষ না হলেও ফেব্রুয়ারি মাসে তিনি নতুন আর কোনও ফাইল তৈরি করতে পারছিলেন না। অনেকেই প্রথমে এটি কোনও বাগ হিসাবে ভেবে ফেলেছিলেন।


You might also like!