Technology

2 years ago

Bard AI is coming to Android:অ্যান্ড্রয়েডে যুক্ত হচ্ছে বার্ড এআই প্রযুক্তি

Bard AI technology is being added to Android
Bard AI technology is being added to Android

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মানুষের দৈনন্দিন জীবনেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রয়োগ করার উদ্যোগ নিয়েছে গুগল। সেই লক্ষ্যেই এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও বার্ড এআই প্রযুক্তি দিতে যাচ্ছে টেক জায়ান্টটি। ইতোমধ্যেই এই জেনারেটিভ এআই অত্যন্ত উন্নত বলে প্রমাণিত হয়েছে। চ্যাটজিপিটি এবং বিং-এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবটের সঙ্গেও টক্কর দিতে পারে গুগলের বার্ড এআই প্রযুক্তি।

প্রাথমিকভাবে বার্ড রিলিজ করা হয়েছিল পাবলিক ওয়েটলিস্ট প্রিভিউ হিসেবে। বিগত কয়েক মাস ধরে গুগল তার বেশির ভাগ পরিষেবাতেই বার্ড এবং অন্যান্য এলএএমডিএ প্রযুক্তিগুলো ইন্টিগ্রেট করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে রয়েছে জিমেইলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি ড্রাফট, গুগল ডক্সে উন্নত টেক্সট তৈরির বৈশিষ্ট্য এবং গুগল মেসেজের ক্ষেত্রে এআই দিয়ে তৈরি অটোমেটিক রিপ্লাই। এর মধ্যেই খবর, অ্যান্ড্রয়েডেও দেওয়া হবে গুগল বার্ড প্রযুক্তি। জানা গেছে, প্রথমে পিক্সেল ফোনগুলোতে এই প্রযুক্তি দেওয়া হবে।

অ্যান্ড্রয়েডে গুগল বার্ড ব্যবহার করা যেতে পারে একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে। তবে এটিকে মাইক্রোসফট এজ ও বিং-এর মতো ইন্টিগ্রেট করা হবে না। অ্যান্ড্রয়েডে বার্ডের জন্য গুগল একটি হোম স্ক্রিন উইজেট দিতে চলেছে। তার ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বার্ড এআই প্রযুক্তি অ্যাক্সেস করতে আরও সুবিধা হবে।

জল্পনা চলছে, বার্ড উইজেটটি খুব শিগগিরই একটি ডেডিকেটেড হোম স্ক্রিন উইজেটের সাহায্যে অ্যান্ড্রয়েডে যুক্ত করা হবে। এর দ্বারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার আরও সহজ হয়ে যাবে। যদিও বিষয়টা এখনো পর্যন্ত জানা যায়নি যে, গুগল সার্চ অ্যাপে এই প্রযুক্তি ইন্টিগ্রেট করা হবে কি না বা স্ট্যান্ড অ্যালোন অ্যাপ হিসেবে বার্ড এআই কবে নাগাদ আসবে। তবে আপাতত অ্যান্ড্রয়েড ফোনগুলোর জন্য বার্ড এআই অ্যাক্সেসযোগ্য হবে ওয়েব প্ল্যাটফর্ম হিসেবেই।

যদিও হোম স্ক্রিন উইজেটের ফাংশনালিটি সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে একটা বিষয় পরিষ্কার, বার্ডের সঙ্গে আপাতত কথোপকথন ছাড়া ওই শর্টকাট থেকে আর বেশি কিছু করা যাবে না। এছাড়াও অনেকে জানিয়েছেন, ওই উইজেট থেকে বার্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সঙ্গে কথা বলা ছাড়াও সংশ্লিষ্ট অ্যাপে সরাসরি অ্যাক্সেসের অনুমতি দিতে পারে।


You might also like!