দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :মুম্বাইয়ের নতুন ভিক্রোলি ইস্ট-ওয়েস্ট ফ্লাইওভার, যা জুনে উদ্বোধন করা হয়েছিল, সাম্প্রতিক বৃষ্টির পর সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। যানজট নিরসনের জন্য ডিভাইডারবিহীন তিন লেনের এই উড়ালপুলটি উদ্বোধনের সময় একটি প্রকৌশল বিস্ময় হিসেবে প্রদর্শিত হলেও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পুরো কাঠামো জলমগ্ন, এবং যানবাহন পার হতে পারছে না। জলাবদ্ধতার মধ্যে মাত্র একটি গাড়ি চলতে সক্ষম হয়েছে, বাকি বেশিরভাগ গাড়ি মাঝপথেই থেমে গেছে, যা এই ব্যয়বহুল প্রকল্পের নকশায় গুরুতর ত্রুটির ইঙ্গিত দেয়।
This famous Vikhroli flyover, inaugurated in June and immediately hailed as an engineering marvel for having three lanes and two-way traffic without a divider, has now started showing waterlogging as well.
— THE SKIN DOCTOR (@theskindoctor13) August 19, 2025
Flyovers, by design, are supposed to keep water off, but then, we don’t… pic.twitter.com/bU7cZOwmWX