দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সারাবছর কাজের ব্যস্ততায় অনেকেই নিজেকে সাজিয়ে তোলার সময় পান না। কিন্তু পুজোর পাঁচদিন তো একেবারেই স্পেশাল! এই সময় একটু না সাজলে কি আর চলে? শুধু ভালো পোশাক পরলেই হবে না, তার সঙ্গে মানানসই গয়নাও চাই। বিশেষ করে গলার কাটিংয়ের সঙ্গে গয়নার মিল না থাকলে পুরো সাজটাই ফিকে হয়ে যেতে পারে। তাই গয়না কেনার আগে অবশ্যই খেয়াল রাখুন আপনার পোশাকের গলার ডিজাইন কেমন।
* ভি গলার পোশাক: বেশিরভাগ মহিলাই নাকি V গলার পোশাক পরতে ভালোবাসেন। এই ধরনের পোশাকের সঙ্গে লম্বা নেকলেস পরতে পারেন। সঙ্গে থাকতে পারে ছোট্ট একটি লকেট। তাতে আপনি আরও মোহময়ী হয়ে উঠতে বাধ্য।
* স্ট্র্যাপেলস গলার পোশাক: এই ধরনের পোশাকের সঙ্গে নেকলেস অথবা চোকার পরতে পারেন। তবে পোশাকের সঙ্গে একই রঙের গয়না বাছবেন না। একটু যেন অন্যরকম হয়। তাতে আপনার গলা এবং পোশাক দু’টির সৌন্দর্য বাড়বে কয়েকগুণ।
* সুইটহার্ট গলার পোশাক: সুইটহার্ট গলার পোশাকের সঙ্গে চোকার, ছোট্ট লকেটওয়ালা লম্বা হার পরতে হারেন। এই ধরনের পোশাকে গলার বেশিরভাগ অংশ ফাঁকা থাকে। তাই গয়নাগাটি ছাড়া এই ধরনের গলার পোশাক পরলে সাজ মাটি হতে বাধ্য।
* চৌকো গলার পোশাক: চৌকো গলার পোশাকের সঙ্গে লম্বা কিংবা লেয়ার্ড নেকলেস পরতে পারেন। চোকারও মন্দ লাগবে না।
* ইউ আকৃতির গলার পোশাক: U আকৃতির পোশাক পরলে গলার অনেকটা অংশ ফাঁকা থাকে। তাই এই ধরনের পোশাকের সঙ্গে একটু ভারী গয়না পরতেই পারেন। কিংবা লম্বা ঝুলের হার, চোকারও বাছতে পারেন।
* গলাবন্ধ পোশাক: গলাবন্ধ পোশাকের সঙ্গে সরু চোকার বাছতে পারেন। তবে সেক্ষেত্রে পোশাকের কাজ যেন খুব ভারী না হয়, সেদিকে খেয়াল রাখুন। আর পোশাক যদি ভারী হয় তবে লম্বা নেকলেস পরুন। অবশ্যই লকেট থাকা প্রয়োজন।
* বোটনেক পোশাক: বর্তমানে বোটনেক কুর্তি কিংবা ব্লাউজ ফ্যাশনে ইন। এই ধরনের পোশাকের সঙ্গে লম্বা হার পরুন। সঙ্গে সুন্দর লকেট বেছে নিন। পুজোর দিনে এই সাজে আপনার দিক থেকে কেউ নজর ঘোরাতে পারবেন না।
* ওয়ান শোলডার পোশাক: ওয়ান শোলডার পোশাকের সঙ্গে অবশ্যই হালকা গয়না পরুন। ভুলেও ভারী গয়না পরবেন না। তাতে আপনার সাজটাই মাটি হবে।
* প্লাগিং গলার পোশাক: এই ধরনের পোশাকের সঙ্গে লেয়ার্ড নেকলেস কিংবা ভারী গয়না পরতে পারেন।
তবে আর দেরি নয়! হাতে গোনা কয়েকটি দিন বাকি মাত্র চটপট বেরিয়ে পড়ুন, মনের মতো কেনাকাটা করুন।